বাংলাহান্ট ডেস্ক: বেহালা পূর্ব থেকে বিজেপির (bjp) প্রার্থী হয়েছেন অভিনেত্রী পায়েল সরকার (payel sarkar)। নাম ঘোষনার পরপরই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। গত ২২ মার্চ মনোনয়ন পত্র জমা দিয়েছেন পায়েল। নিয়ম অনুযায়ী হলফনামায় তাঁর সম্পত্তির খতিয়ানও দাখিল করেছেন পায়েল।
বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারের পেশ করা হলফনামা থেকে জানা গিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১৪ লক্ষ ৩৮ হাজার ৩৪৭ টাকা। দুটি বেসরকারি ব্যাঙ্কে রয়েছে তাঁর অ্যাকাউন্ট। একটিতে রয়েছে ৫০ হাজার টাকা ও অপরটিতে রয়েছে ৩ হাজার ৩৭৫ টাকা। অন্য আরেকটি বেসরকারি ব্যাঙ্কে ১১ হাজার টাকা রয়েছে পায়েলের।
সেভিংস, ফিক্সড ও টার্ম ডিপোজিট মিলিয়ে মোট সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা রয়েছে পায়েলের। ৩৯ লক্ষ ৫২ হাজার টাকার জীবনবিমা ও এনএনএস রয়েছে তাঁর। মোট ৭১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে পায়েলের।
মোট ৫৬ গ্রাম সোনার মালকিন পায়েল। আরবানা কমপ্লেক্সে ১৬ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট ও ১৬ লক্ষ টাকার একটি বিলাসবহুল অডি গাড়ি রয়েছে অভিনেত্রীর। প্রায় ২ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার টাকার সম্পত্তির মালিক পায়েল। তবে মাথায় ঋণের বোঝাও রয়েছে তাঁর। ৫৯ লক্ষ ৯৪ হাজার ৩৩৬ টাকার গৃহ ঋণ রয়েছে পায়েলের।
কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন বিজেপির তারকা প্রার্থী। প্রচারে বেরিয়ে দেওয়াল লিখতেও দেখা গিয়েছে তাঁকে। রঙ তুলি নিয়ে আঁকেন পদ্মফুল। দেওয়াল লিখনের পর স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় পায়েলকে। তিনি বলেন, অন্যান্যদের মতো ভোটে জিতে উধাও হয়ে যাবেন না। স্থানীয় মানুষদের সুখ দুঃখে পাশে থাকবেন।