এবার UPI-র মাধ্যমে বিদেশেও করা যাবে পেমেন্ট! ভারতে প্রথম এই সুবিধা চালু করল PhonePe

বাংলা হান্ট ডেস্ক: এবার দেশের অন্যতম ফিনটেক কোম্পানি PhonePe, UPI-এর মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্টের সুবিধা শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে, ভারতে PhonePe ব্যবহারকারীরা বিদেশে ভ্রমণের সময় UPI ব্যবহার করে ইন্টারন্যাশনাল মার্চেন্টদের অর্থ প্রদান করতে সক্ষম হবেন। বর্তমানে যে দেশগুলিতে এই সুবিধা উপলব্ধ হবে তাদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল এবং ভুটান। তবে, এই ফিচারের জন্য PhonePe অ্যাপে UPI ইন্টারন্যাশনাল সক্রিয় করতে হবে।

এই প্রসঙ্গে PhonePe একটি বিবৃতিতে জানিয়েছে, “ব্যবহারকারীরা তাঁদের ভারতীয় ব্যাঙ্ক থেকে সরাসরি বৈদেশিক মুদ্রায় অর্থপ্রদান করতে সক্ষম হবেন। ঠিক যেমন তাঁরা আন্তর্জাতিক ডেবিট কার্ডগুলির মাধ্যমে করে থাকেন।” এমতাবস্থায়, ফিনটেক ইন্ডাস্ট্রির এক এক্সিকিউটিভের মতে, এই পদক্ষেপটি বৃহত্তর ফরেক্স মার্কেটের একটি অংশ দখল করার জন্য PhonePe-র একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এটি এমন একটি বিভাগ যেখানে পেমেন্ট অ্যাপগুলির জন্য অতিরিক্ত অর্থ উপার্জনের সরাসরি সুযোগ রয়েছে।”

   

নতুন এই ফিচার “গেম চেঞ্জার” হিসেবে প্রমাণিত হবে: এই প্রসঙ্গে কোম্পানির কো-ফাউন্ডার এবং চিফ টেকনোলজি অফিসার রাহুল চারি জানিয়েছেন, “গত ৬ বছরে আমরা ভারত জুড়ে UPI পেমেন্টে বিপ্লবের অভিজ্ঞতা লাভ করেছি। UPI ইন্টারন্যাশনাল হল UPI অভিজ্ঞতাকে বিশ্বের অন্যান্য অংশে নিয়ে যাওয়ার প্রথম বড় পদক্ষেপ।” চারি বলেছিলেন যে, এই বৈশিষ্ট্যটি চালু করা একটি “গেম চেঞ্জার” হিসাবে প্রমাণিত হবে এবং বিদেশ ভ্রমণের সময় ভারতীয়দের অর্থ প্রদানের পদ্ধতিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে।

অন্যান্য ফিনটেক অ্যাপও ক্রস বর্ডার পেমেন্ট শুরু করবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অন্যান্য কিছু ফিনটেক অ্যাপও আগামী মাসে ক্রস বর্ডার UPI সাপোর্ট শুরু করতে পারে বলে জানা গিয়েছে। UPI গত মাসেই ৮ বিলিয়ন লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এদিকে, UPI ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই NPCI-এর রোডম্যাপে রয়েছে। বৈদেশিক বাজারে UPI পেমেন্ট গ্রহণ করার জন্য মার্চেন্টদের অনবোর্ড করা ভারতের NPCI-এর জন্য একটি পরীক্ষা হবে। কারণ মার্চেন্ট ছাড়া UPI ব্যবহারকারীরা অর্থপ্রদান করতে পারবেন না।

Wechat Pay এবং Alipay আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা প্রদান করে: উল্লেখ্য যে, ইতিমধ্যেই চিনা কোম্পানি Wechat Pay এবং Alipay একাধিক দেশে তাদের গ্রাহকদের একই ধরণের পরিষেবা প্রদান করে। যদিও, চিনা প্লেয়ার্সদের জন্যও বিদেশি মার্চেন্টদের অনবোর্ড করার বিষয়টি চ্যালেঞ্জিং ছিল।

UPI বাজারে PhonePe-এর ৪৯ শতাংশ শেয়ার রয়েছে: মূলত, ডোমেষ্টিক UPI মার্কেটে PhonePe, Google Pay, Paytm এবং CRD Pay এই চারটি সংস্থাই UPI মার্কেট শেয়ারের ৯৬.৪ শতাংশ দখল করে রয়েছে। তবে, এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে PhonePe। ভারতে মোট UPI লেনদেনের প্রায় ৪৯ শতাংশ অংশীদারিত্ব PhonePe-র কাছেই আছে। এরপর রয়েছে Google Pay (৩৪ শতাংশ), Paytm (১১ শতাংশ), CRED Pay (১.৮ শতাংশ) এবং অন্যান্যরা (WhatsApp, Amazon Pay এবং ব্যাঙ্কিং অ্যাপসগুলির কাছে ৩.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে)।

UPI চালু হওয়ার পর থেকে ঘটে গিয়েছে বিল্পব: ২০১৬ সালে UPI চালু হওয়ার সাথে সাথে, ডিজিটাল পেমেন্টের জগতে একটি বিপ্লব ঘটেছিল। UPI সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার মত সুবিধাও প্রদান করে। এর আগে ডিজিটাল ওয়ালেটের প্রবণতা ছিল। যেখানে ওয়ালেটে KYC-এর মতো ঝামেলার বিষয়ও ছিল। কিন্তু, UPI-তে কিছুই করতে হয় না।

phonepe

UPI-কে NCPI পরিচালনা করে: ভারতে RTGS এবং NEFT পেমেন্ট সিস্টেমের অপারেশন RBI-এর কাছে রয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) IMPS, RuPay, UPI-এর মতো সিস্টেম পরিচালনা করে। এমতাবস্থায়, ২০২০ সালের ১ জানুয়ারি, UPI লেনদেনের জন্য একটি জিরো-চার্জ ফ্রেমওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর