ট্যুইটারে Paytm হয়ে গেল Binod, বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর তথ্য, কেন ভাইরাল হচ্ছে #Binod

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আপনি যদি সোশ‍্যাল মিডিয়ায় (social media) সক্রিয় থাকেন ও ‘মিম’ প্রেমী হন তাহলে এতক্ষণে ‘বিনোদ’ (binod) নামের সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়ে গিয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটি জিনিসই ট্রেন্ডিং, (trending) তা হল বিনোদ। প্রতিটি ভিডিও, ছবির কমেন্টে বিনোদ, ইউটিউব ভিডিওর কমেন্টে বিনোদ, এমনকি অনেক ভিডিও স্প‍্যামও করে যাচ্ছে এই নামের চক্করে।
কিন্তু কে এই বিনোদ? রাতারাতি কেনই বা সে এত বিখ‍্যাত হয়ে উঠল? সোশ‍্যাল মিডিয়ায় বিনোদকে নিয়ে কেন এত মিমের ছড়াছড়ি? প্রশ্ন অনেক। এই সব কিছুর উত্তর লুকিয়ে রয়েছে একটি ইউটিউব ভিডিওর শুধুমাত্র একটি কমেন্টে। সেখান থেকেই উৎপত্তি এই বিনোদ ঝড়ের।
আসলে Slayypoint নামে একটি ইউটিউব চ‍্যানেলের একটি ভিডিওতে এক ব‍্যক্তি নিজের নাম দিয়েই কমেন্ট করেন ‘বিনোদ’। আশ্চর্যের বিষয়, কমেন্টটিতে সাতটি লাইকও পান ওই ব‍্যক্তি। সেই শুরু। তারপর থেকেই শুরু হয় বিনোদের জনপ্রিয়তা। এখন ফেসবুক, টুইটারে বিনোদের নামের ছড়াছড়ি।

https://twitter.com/nihayati_lazy/status/1291405980840808449?s=19

https://twitter.com/_Oyeelaughter_/status/1291567285325373440?s=19

https://twitter.com/epic_meme00/status/1291391493467324416?s=19

টুইটারে ট্রেন্ডিং তালিকাতেও জায়গা করে নিয়েছে #binod। উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে যে টুইটারে Paytm এর নামও বদলে হয়ে গিয়েছে ‘বিনোদ’। ট্রেন্ডে গা ভাসিয়ে Paytm এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে নাম বদলে হয়ে গিয়েছে বিনোদ।

https://twitter.com/ERascala/status/1291462030856040448?s=19

https://twitter.com/theshitposter_/status/1291445180017459200?s=19

এমনকি নাগপুর সিটি পুলিস ও মুম্বই পুলিসও মেতেছে বিনোদ মিমে। করোনা নিয়ে সতর্কবার্তা দিয়ে নাগপুর সিটি পুলিস টুইট করেছে, ‘বিনোদ আমরা জানি আপনি ভাইরাল হয়ে গিয়েছেন কিন্তু আপনার সুরক্ষা জরুরি। করোনা আপনার থেকেও বেশি বিখ‍্যাত। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।’


টুইট করেছে মুম্বই পুলিসও। টুইটে তারা লিখেছে, ‘বিনোদ, আশা করি আপনার নামটাই আপনার অনলাইন পাসওয়ার্ড নয়। এটা বেশ ভাইরাল হয়ে গিয়েছে, পরিবর্তন করে নিন।’ সব মিলিয়ে সোশ‍্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই বিনোদের ঝড়।

X