বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য দল ঘোষণা করল পাকিস্তান, এই দিগ্গজ খেলোয়াড় পেলেন জায়গা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েক ঘণ্টা বাদেই শুরু ভারত-পাকিস্তান মহা মোকাবিলা। ভারত পাকিস্তানের এই সম্মুখ সমর দেখতে মুখিয়ে রয়েছে সকলে। যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একবারও হারেনি ভারতীয় দল, তবে এই ম্যাচে রেকর্ড পরিবর্তন করতে মরিয়া পাকবাহিনী। অন্যদিকে প্রায় সকল বিশেষজ্ঞই একথা মেনে নিয়েছেন ভারতের পাল্লা ভারি থাকলেও, এ ধরনের বড় ম্যাচে যেকোনও সময় সম্পূর্ণ খেলা বদলে যেতে পারে। বিশেষত টি-টোয়েন্টি ফরম্যাটে একাই একজন খেলোয়াড় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এখন সেই খেলোয়াড় ভারতীয় হবেন না পাকিস্তানি তা বলে দেবে সময়ই।

তবে আপাতদৃষ্টিতে দেখতে গেলে একদিকে যেমন ভারতের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল, রোহিত শর্মা, সূর্য কুমার যাদবরা তেমনি আবার পাকিস্তানের হয়েও দুরন্ত ফর্মে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, বাবর আজম। তাই সব মিলিয়ে ব্যাট-বলের লড়াই জমে যাবে তা বলাই বাহুল্য। আর এবার ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই এই মহারণের সৈনিকদের নামও ঘোষণা করে দিল পিসিবি। পিসিবি তরফ থেকে ইতিমধ্যেই ১২ জনের একটি তালিকা জারি করা হয়েছে। আগামীকাল তার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে প্লেয়িং একাদশ।

এই তালিকায় একদিকে যেমন সুযোগ দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের তেমনই আবার সুযোগ পেয়েছেন বর্ষিয়ান শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ। ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে দুরন্ত ফর্মে ছিলেন শোয়েব। আর সেই কারণেই শেষ মুহূর্তে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত করা হয় তাকে। তার বিপুল অভিজ্ঞতা পাকিস্তানের জন্য বড় কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে আবার পার্ট টাইম অফ স্পিন বোলিংও করতে পারেন হাফিজ এবং শোয়েব। দুবাইয়ের স্পিন-সহায়ক উইকেটে তাদের দিয়েও কিছুটা সুবিধা পাবেন বাবর।

অন্যদিকে ভারত যদিও এখনও দল ঘোষণা করেনি, তবে ঈশান কিশান এবং সূর্য কুমার যাদবের মধ্যে পর্যন্ত দলে কে থাকেন তা অবশ্যই দেখার বিষয় হয়ে উঠবে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কাল শুরু হতে চলেছে এই মহা যুদ্ধ। সব সমর্থকরা এখন মুখিয়ে আছেন এই লড়াই দেখার জন্য। আসুন দেখে নেওয়া যাক পাকিস্তানের পুরো দল।

পাকিস্তানঃ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহীন আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ, হায়দার আলী

 

সম্পর্কিত খবর

X