বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহের একটি বক্তব্যে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে ভারত এবং পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপ চলাকালীন জয় শাহ একটি বক্তব্যে বলেছিলেন যে ভারত কোন ভাবেই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে পা রাখবে না। প্রসঙ্গত ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
জয় শাহর এই বক্তব্য শোনার পর থেকেই ক্ষোভ বাড়তে শুরু করেছিল পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিসিসিআই সচিব নিজের বক্তব্যে বলেছিলেন যে ২০২৩ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেই থাকবে কিন্তু তারা চেষ্টা করছেন এমন একটা সমাধান সূত্র খুঁজে বার করার যাতে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টের আয়োজন না করে পিসিবি টুর্নামেন্টটি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করে, যেখানে ভারতের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে কোন সমস্যা থাকবে না। ঠিক যেভাবে করোনার কারণে বিসিসিআই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজন করেছিল।
কিন্তু পাকিস্তান ক্রিকেটপ্রেমীরা এই দাবি একেবারেই সমর্থন করছেন না। পাকিস্তান ক্রিকেট প্রেমীদের দাবির সঙ্গে একেবারে সহমত হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে জলসা শুধুমাত্র বিসিসিআই সচিব নন তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানও বটে। তার এই বক্তব্য ভবিষ্যতে বড় টুর্নামেন্টগুলিতে অংশ নিতে পাকিস্তানের ভারত যাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে।
কিন্তু বিসিবির এই অফিশিয়াল বক্তব্যের কিছু সময় পরেই উল্টো পথে হাঁটছে দেখা গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজাকে। তাকে সম্প্রতি একটি জয়েন্টে বক্তব্য রাখতে শোনা গেছে এবং তিনি সেখানে বলেছেন যে ক্রিকেট থেকে আইসিসি যে রাজস্ব সংগ্রহ করে তার নব্বই শতাংশই আসে ভারত থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের যাবতীয় কাজ কর্মের জন্য অনেকটাই নির্ভর করতে হয় আইসিসির আর্থিক সাহায্যের ওপর। আর আইসিসির রোজগারের বড় অংশ যেহেতু ভারত থেকে আসে তাই ভারতের বিরুদ্ধে বেশি সরব হওয়ার মানে নিজেদের পায়ে কুড়ুল মারা।
“50% of PCB is run on ICC funding. 90% of ICC is run on BCCI funding. India is running PCB. Modi can shut down PCB the day he wants.”
– PCB Chairman, Ramiz Raja pic.twitter.com/4DOqJOQLGJ
— Amit Malviya (@amitmalviya) October 7, 2021
তিনি আরো বলেছেন, “আমরা এটা বলতেই পারি যে ভারতীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলোর জন্যই পাকিস্তান ক্রিকেট সচল রয়েছে যদি কাল ভারতের প্রধানমন্ত্রী মনে করেন যে পাকিস্তান ক্রিকেট কে কোন ভাবে আর্থিক সাহায্য করবেন না তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।” তবে কি নিজেদের সাম্প্রতিক অবস্থান থেকে সরে আসবে পাক ক্রিকেট বোর্ড। উত্তর পাওয়া যাবে আর এক বছরের মধ্যেই।