লটারি লাগবে বাবরের! ফের বড় সিদ্ধান্ত নিচ্ছে PCB, হইচই পাকিস্তান টিমে

বাংলা হান্ট ডেস্ক: এবার শাহীন আফ্রিদি (Shaheen Afridi) ও শান মাসুদের (Shan Masood) ওপর আস্থা হারাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। শুধু তাই নয়, মনে করা হচ্ছে যে বাবর আজমকে (Babar Azam) আবারও জাতীয় দলের অধিনায়ক করা হতে পারে। উল্লেখ্য যে, গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন বাবর আজম। এমতাবস্থায়, শান মাসুদ টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন এবং শাহীন আফ্রিদি T20 ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন।

কি জানা গিয়েছে: তবে, PCB থিঙ্ক-ট্যাঙ্কে উপস্থিত সূত্র জানিয়েছে, বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অন্যান্য বিকল্পের অভাবের কারণে বাবর আজমকে অধিনায়কত্বের জন্য সেরা বিকল্প বলে মনে করা হচ্ছে। সূত্র জানিয়েছেন, “আশ্চর্যের বিষয় হল বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তনের পর শক্তিশালী আধিকারিকরা শান মাসুদ এবং শাহীন আফ্রিদির অধিনায়কত্বের ক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।” সূত্রটি আরও জানিয়েছে যে, বাবর আজম এখন কিছুটা অ্যাটিটিউড দেখাচ্ছেন।

সূত্রটি বলেছে, “কিছুজনকে বাবর আজমের কাছে পাঠানো হয়েছিল এটা জানার জন্য যে তিনি আবার পাকিস্তান দলের অধিনায়ক হতে প্রস্তুত কিনা। বাবর আজম কিছু আপত্তি জানিয়েছেন। পাশাপাশি, তিনি বোর্ড চেয়ারম্যানের কাছে কিছু প্রতিশ্রুতি চান।”

PCB is taking a big decision regarding Babar Azam.

বাবরের বাজে অধিনায়কত্ব: উল্লেখ্য যে, জাকা আশরাফ যখন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তখন বিশ্বকাপের পর বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বাবর লাল বলের ক্রিকেটে অধিনায়ক হওয়ার সিদ্ধান্ত নেন। বাবর আজম ২০২০ সাল থেকে অধিনায়কত্বে ছিলেন। কিন্তু, ICC শিরোপা না জেতার কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে ফের ভারতীয়দের “রাজ”! Microsoft-এর শীর্ষপদে IIT প্রাক্তনী পবন

সূত্রটি বলেছে, “জাকা থাকাকালীন, শাহীন আফ্রিদিকে T20 ফরম্যাটে একজন শক্তিশালী অধিনায়ক হিসেবে বিবেচনা করা হত। কারণ তাঁর নেতৃত্বে লাহোর কালান্দার্স PSL শিরোপা জিতেছিল দু’বার। কিন্তু বোর্ড পরিবর্তনের পর তাঁর অধিনায়কত্বে ফলাফলের ভিত্তিতে ওই ফাস্ট বোলারের অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হতে পারে।”

আরও পড়ুন: হতে চলেছে মেগা ম্যাচ! T20 বিশ্বকাপের পরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, সামনে এল দিনক্ষণ

আফ্রিদিও অসফল: শাহীন আফ্রিদির নেতৃত্বে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তানকে। এ ছাড়া এবারের PSL-এ লাহোর কালান্দার্স শেষ অবস্থানে রয়েছে। সূত্রটি আরও জানায়, বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য প্রাক্তন ক্রিকেটারদের মতামতের ওপর নির্ভরশীল। এমতাবস্থায়, নকভি বাবর আজম এবং অবসরপ্রাপ্ত ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমিরের মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে পারেন। যাতে তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর