আঃ কী শান্তি! এই ৬ দেশ পেয়েছে বিশেষ মর্যাদাও! লিস্টে কোন রাষ্ট্রগুলো আছে জানেন?

বাংলাহান্ট ডেস্ক: গোটা পৃথিবী এই মুহূর্তে চলেছে এক অস্থিরতার মধ্যে দিয়ে। কোথাও যুদ্ধ, আবার কোথাও প্রাকৃতিক বিপর্যয়। বলতে গেলে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশই রয়েছে অশান্তির আবহে। এই অশান্তির আঁচ অনেকটা আবার লেগেছে পর্যটন ক্ষেত্রেও। তবে আজ আমরা জানব এমন কিছু দেশের সম্পর্কে যেগুলি লাভ করেছে শান্তিপূর্ণ রাষ্ট্রের (Peaceful Country) তকমা। ইনস্টিটিউট ফর ইকনমিকস্ অ্যান্ড পিস্ (IEP) দ্বারা তৈরি গ্লোবাল পিস্ ইনডেক্স (GPI) অনুযায়ী এই দেশগুলি পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনই নিরাপদ।

বিশ্বের বিভিন্ন শান্তিপূর্ণ দেশ (Peaceful Country)

আইসল্যান্ড : গ্লোবাল পিস ইনডেক্সে আইসল্যান্ড বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ (Peaceful Country)। এই দেশে অপরাধের হার খুবই কম। ধারাবাহিকভাবে এই দেশ শান্তিপূর্ণ রাষ্ট্রের তালিকায় প্রথম স্থান অধিকার করে রেখেছে। এই দেশে মানবাধিকার সাধারণ মানুষের মধ্যে শান্তি  প্রদানে বিশেষভাবে সহায়ক। উষ্ণপ্রস্রবণ, জলপ্রপাত, নাগরিকদের শান্তিপূর্ণ আচরণ এই দেশকে অন্যতম সেরা করে তুলেছে। আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক, থিংভেলির জাতীয় উদ্যান, গালফস্ ঝরনা, আগ্নেয়গিরি হ্রদ কেরিও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

   

আরোও পড়ুন : ‘এটা কোনও কফিশপ না’! আইনজীবীর মুখের ভাষায় চটে লাল প্রধান বিচারপতি, তুমুল ভর্ৎসনা

আয়ারল্যান্ড : ইউরোপের এই দেশ প্রাচীনকাল থেকেই অত্যন্ত সমৃদ্ধ। একদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বাহার, অন্যদিকে রয়েছে ঐতিহাসিক স্থাপত্য। ক্লিফস্ অফ মোহের, কিলমাইনহাম গাওল মিউজিয়াম, কিলার্নি ন্যাশনাল পার্ক এবং আরান দ্বীপপুঞ্জ পর্যটন মানচিত্রে উপরের সারিতে অবস্থান করে।

Peaceful Country

অস্ট্রিয়া : ঐতিহাসিক স্থাপত্য, সংগীত ও অত্যন্ত কম অপরাধের হার অস্ট্রিয়াকে করে তুলেছে বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে। কম অপরাধ সংগঠন ও কড়া আইন অস্ট্রিয়াকে ধারাবাহিকভাবে জায়গা করে দিয়েছে গ্লোবাল পিস ইনডেক্সের শান্তিপূর্ণ দেশের (Peaceful Country) তালিকায়। ভিয়েনার ঐতিহাসিক কেন্দ্র, সালজবার্গ, সেন্ট স্টিফেন’স্ ক্যাথিড্রাল এবং শোনব্রুন প্যালেস অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের কাছে।

আরোও পড়ুন : মৃত্যুর ৫ বছর পার, ‘আজও দেখা হয় প্রতি রাতে!’ তাপস পালের জন্মদিনে খোলা চিঠি স্ত্রী নন্দিনীর

নিউজিল্যান্ড : প্রাকৃতিক সৌন্দর্য, কড়া আইনি শাসন, নাগরিকদের জন্য সরকারের একাধিক ইতিবাচক পদক্ষেপ নিউজিল্যান্ডকে জায়গা করে দিয়েছে শান্তিপূর্ণ দেশের (Peaceful Country) তালিকায়। বে অফ আইল্যান্ডস্, মিলফোর্ড সাউন্ড, কেপ রিঙ্গা এবং অকল্যান্ড নিউজিল্যান্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র।

সিঙ্গাপুর : আধুনিকতা ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যভূমি সিঙ্গাপুর। এই দেশের আইন এতটাই কড়া যে এখানে অপরাধ প্রবণতা খুবই কম। গ্লোবাল পিস ইনডেক্সে পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর।

Peaceful Country

সুইজারল্যান্ড : উন্নত গণতান্ত্রিক পরিকাঠামো ও অর্থনৈতিক বিকাশ সুইজারল্যান্ডকে সমৃদ্ধ করেছে। এই দেশের স্থিতিশীলতা একে শান্তিপূর্ণ দেশের (Peaceful Country) তালিকায় স্থান দিয়েছে। ম্যাটারহর্ন, দ্য রাইন ফলস, ক্রেক্স ডু ভ্যান, সুইস মিউজিয়াম অফ ট্রান্সপোর্ট, জুংফ্রাউজোচ দেশটির পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর