বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। আর সেই সুযোগে রাস্তা দখল করছে বন্যপ্রাণীরা। মানুষেরা সকলেই ঘরে বন্দি। তাই ফাঁকা রাস্তায় অবাধে বিচরণ করছে বন্যপ্রাণীরা। সারা বিশ্ব জুড়েই এমন নানা খবর, ছবি উঠে আসছিল শিরোনামে।
এবার জাতীয় পাখির দেখা মিলল বাণিজ্য নগরীতে। লকডাউনে মুম্বইয়ের জনহীন রাস্তায় দল বেঁধে ঘুরে বেড়াতে দেখা গেল ময়ূরদের। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী জুহি চাওলা। ফটোগ্রাফার মানব মঙ্গলানিও ক্যামেরাবন্দি করেছেন এই দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে দল বেঁধে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পেখম তুলছে কয়েকটি ময়ূর। নেটিজেনরাও অবাক হয়ে গিয়েছেন এই দৃশ্য দেখে। সকলেই একবাক্যে স্বীকার করেছেন এমন দৃশ্য মুম্বইতে আগে কখনও দেখেননি তারা। অনেকেই মন্তব্য করেছেন এসবই প্রকৃতির লীলা।
https://twitter.com/iam_juhi/status/1245242754734555136?s=19
Mumbai me mor naacha kisne dekha? Received clip of dancing peacock near Parsi Colony, Hughes Road pic.twitter.com/uqRDwjmxlI
— Cricketwallah (@cricketwallah) April 2, 2020
https://www.instagram.com/p/B-d8C-Egf7M/?igshid=c01686ixupjh
ছবিগুলি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে কেরলের কালিকট জেলায় দেখা মিলেছিল মালাবার সিভেটের, তাও আবার দিনেদুপুরে। এই বিলুপ্তপ্রায় প্রাণীটির আবারও দেখা পাওয়ায় অবাক সকলেই। শুধু কেরল নয়, চণ্ডীগড়ের রাস্তাতে দেখা গিয়েছিল সম্ভর হরিণ। দিনদুপুরে এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে সবারই। পরিবেশবিদরা বলছেন পরিবেশ দূষণ কমে যাওয়াতেই এইসব ঘটনা দেখা যাচ্ছে।