বাংলা হান্ট ডেস্ক: হাতেগুনে আর কয়েকটা দিন তারপরই পুজো। এই পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সবার প্রথম পাহাড়ের কথা ভাবে অনেকেই। পাহাড় বলতে মনে পড়ে উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে রাবাংলা বা পেলিং (Pelling) বহুবার ঘুরতে এসে অনেকেই। এবার আপনাদের দক্ষিণ সিকিমের ভ্রমণের আরো একটি নতুন জায়গার নাম বলবো। যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। এটি মূলত দক্ষিণ সিকিমের প্রত্যন্ত গ্রাম। নাম বোরং(Brong)। ৫৮০০ ফুট উচ্চতার অবস্থিত বোরংয়ে (Brong) প্রকৃতির তার ডালি সাজিয়ে বসে রয়েছে।
প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে কোন অংশে কম নয় পেলিং এর অফবিট গ্ৰাম বোরং (Pelling)
৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্ৰাম বোরং (Brong)। পেলিং (Pelling) অথবা রাবাংলা মতো জনবহুল নয় এই জায়গাটি। তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোন অংশে কম যায় না বোরং। চারিদিকে সবুজের ঢাকা আর দূরে দাঁড়িয়ে রয়েছে মাউন্ট নারসিং। তবে হিমালয়ের পর্বত দেখতে হলে আপনাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে। কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও থেকে এক গুচ্ছ মেঘ ঘিরে ধরে বোরংকে (Brong)। এখানে আসলে আপনি চোখ বন্ধ করে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারবেন হোমস্টেতে। এছাড়াও এখানে আপনি বৌদ্ধ গুম্ফা ও ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। পাশাপাশি এখানে আপনি হ্যান্ডমেড কাগজ তৈরির কারখানাও দেখতে পাবেন।
আরও পড়ুন: শুধুমাত্র পেট ঠান্ডা করতে নয়! ডাবের জল খালি পেটে খেলে শরীরে কি ঘটে, জানেন?
কী ভাবে যাবেন, কোথায় থাকবেন?
শিয়ালদা অথবা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি। নিউ সেখান থেকে বোরংয়ের দূরত্ব ১৬১ কিলোমিটার। গাড়ি করে যেতে গেলে সময় লাগবে প্রায় ছয় ঘন্টা। আপনি চাইলে নামচি হয়েও পৌঁছতে পারেন এখানে। যদিও বোরং পৌঁছনোর আগেই রাস্তায় পড়বে রাবাংলা। তবে এই গ্ৰামটি বেশি জনবহুল না হওয়ায় এখানে হাতে গোনা হোমস্টে রয়েছে। তাই এখানে ঘুরতে আসলে আগের থেকে বুক করে আসা ভালো।
কোথায় ঘুরবেন?
এই গ্ৰামটিতে যেহেতু জনবসতি কম। তাই আপনি চাইলে পায়ে হেঁটে গ্ৰামটি এক্সপ্লোর করতে পারেন। পাশাপাশি বোরং(Brong) থেকে মেনামের জঙ্গলের ট্রেকিং করতে পারবেন। এছাড়াও এখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন রাবাংলা এবং রাবাংলা জনপ্রিয় মনাস্ট্রি, রালাংয়ের মনাস্ট্রি, রালং হট স্প্রিংয়ে। এর কাছেই রয়েছে সিলভার জলপ্রপাত।