অবসরের পর পান ১ লক্ষ টাকার মাসিক পেনশন, সঠিক জায়গায় করুন ইনভেস্টমেন্ট

Updated on:

Updated on:

Pension get a monthly pension of Rs 1 lakh after retirement invest in the right place

বাংলা হান্ট ডেস্ক: অবসর জীবনের আর্থিকভাবে একমাত্র সম্বলের জায়গা পেনশন (Pension)। এখন এই পেনশনের বিভিন্ন ধরনের স্কিমের সুযোগ রয়েছে। এবার সব চিন্তাকে একেবারে হেলায় হারিয়ে দেবে বিনিয়োগ ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS Investment)। এই বিনিয়োগে আপনি আপনার অবসর জীবনে প্রতিমাসে ১ লক্ষ টাকা পেনশন (Pension) হিসেবে পেতে পারেন।

এনপিএসে অল্প বিনিয়োগে অবসরের পর পান মাসিক ১ লক্ষ টাকার পেনশন (Pension)

অবসর জীবনে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর জন্য বহু ধরনের প্রকল্প রয়েছে। তবে আপনি যদি অবসর জীবনে লাখ টাকার পেনশন পেতে চান, তাহলে বুদ্ধিমানের সঙ্গে এই বিনিয়োগটি করতে পারেন। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS Investment) এমন একটি বিকল্প যা এই লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। এবার আপনাদের কে জানানোর চেষ্টা করব, কিভাবে আপনি ৬০ বছরের পর প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন পাবেন।

ন্যাশনাল পেনশন সিস্টেমের মূলত দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। প্রথমটি হল টিয়ার ১ অ্যাকাউন্ট। যা মূলত ম্যান্ডেটরি পেনশন অ্যাকাউন্ট। অপরকে অ্যাকাউন্ট হল টিয়ার ২ অ্যাকাউন্ট। যা আসলে ভলেন্টিয়ারের সেভিংস অ্যাকাউন্ট। আপনি এই মেন্ডেটরি পেনশন অ্যাকাউন্টে যা বিনিয়োগ করবেন তা কোন ব্যক্তি ৬০ বছর না হলে সেই টাকা তুলতে পারবেন না। তবে এই অ্যাকাউন্টের অর্থ ইকুইটি ও কর্পোরেট বন্ড ও বিভিন্ন সরকারি বন্ডে আলাদা আলাদা করে বিনিয়োগ করা যেতে পারে।

Pension get a monthly pension of Rs 1 lakh after retirement invest in the right place

আরও পড়ুন: লক্ষ্মীবারে আরও নামল সোনার দাম, আজ ১ ভরি হলুদ ধাতু কিনলে কত খরচ হবে?

এবার ধরুন, কোন ব্যক্তি যদি ৪০ বছর বয়স হয়, তবে আগামী ২০ বছরের জন্য তাকে মাসিক ৬৫ হাজার টাকা করে এই অ্যাকাউন্টে জমা করতে হবে। তাহলে এর বার্ষিক ১০.৫ শতাংশ সুদের হারে ৬০ বছর বয়সে কি ওই ব্যক্তির কাছে প্রায় ৫ কোটি টাকা থাকবে। এছাড়াও, এই স্কিমের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ৬০ বছরে পৌঁছে ৫ লক্ষ টাকা পর্যন্ত তহবিল থেকে বিমা করে তুলে নিতে পারবেন। বাকি ৪০% টাকা দিয়ে অ্যানুইটি কেনা বাধ্যতামূলক। মাসিক পেনশন (Pension) হিসেবে প্রাপ্ত অর্থে আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে।

(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)

যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।