বাংলা হান্ট ডেস্ক: সরকারি কর্মচারীদের (Government Employees) কাছে মহার্ঘ ভাতা তথা DA (Dearness Allowance) হল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকারের তরফে গত বছরের অক্টোবর মাসে অর্থাৎ দুর্গাপুজোর সময়ে ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়। যার ফলে, কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বৃদ্ধি হয়ে পৌঁছে যায় ৪৬ শতাংশে। এদিকে, চলতি বছরের শুরুতেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের DA বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ স্পর্শ করলেই বৃদ্ধি পাবে বাড়ি ভাড়ার ভাতাও (House Rent Allowance, HRA)।
এদিকে, এই আবহে সপ্তম বেতন কমিশন অনুযায়ী, সরকারি কর্মীদের সংগঠন ১৮ মাসের বকেয়া DA-র দাবি জানিয়েছে। এই প্রসঙ্গে কর্মীরা দাবি করেছেন যে, করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে আর্থিক সঙ্কট থাকায় তখন DA বন্ধ হয়েছিল। যদিও, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতীয় অর্থনীতি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। এমতাবস্থায়, কর্মীরা তাঁদের ১৮ মাসের বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়ে দাবি জানিয়েছেন।
ইতিমধ্যেই এই মহার্ঘ ভাতার দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে ভারতীয় প্রতীক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক চিঠি দিয়েছিলেন। এদিকে, এর আগে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছিলেন যে, বকেয়া DA মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে, এই আবহে ফের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সামনে এসেছে। যেখানে দাবি করা হয়েছে যে, সম্প্রতি কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে সরকারি কর্মচারীদের পেনশন সহ গ্রাচুইটি সংক্রান্ত নিয়মে বদল ঘটানো হয়েছে।
আরও পড়ুন: কথামতো মাইলেজ দেয়নি গাড়ি, মারুতির বিরুদ্ধে মামলা মালিকের! মিলল এত টাকা ক্ষতিপূরণ
এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ২০২১-এর ৮ নং বিধিতে সংশোধন আনা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো সরকারি কর্মী কোনো গর্হিত অপরাধ করে থাকেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে তাঁর অবসরের পরে গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শীঘ্রই আরও এক দফায় DA বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সরকারি কর্মীদের। তবে, DA বৃদ্ধির পাশাপাশি, মহার্ঘ ভাতার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউজ রেন্ট অ্যালাউন্সে সংশোধন করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২৭ শতাংশ ( X ক্যাটাগরির শহর), ১৮ শতাংশ (Y ক্যাটাগরির শহর) ও ৯ (Z ক্যাটাগরির শহর) শতাংশ হারে HRA পান। এদিকে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। এমতাবস্থায়, সর্বাধিক HRA হার ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হতে পারে। পাশাপাশি, যাঁদের ভাতা ১৮ শতাংশ তাঁরা ২০ শতাংশ হারে এবং যাঁরা ৯ শতাংশ HRA পান তাঁরা এটি ১০ শতাংশ হারে পেতে পারেন।