বাংলা হান্ট ডেস্ক: অবসর জীবনের আর্থিকভাবে একমাত্র সম্বলের জায়গা পেনসন (Pension)। এখন এই পেনশনের বিভিন্ন ধরনের স্কিমের সুযোগ রয়েছে। এছাড়াও প্রতি মাসে প্রবীণ দিয়ে জীবনযাত্রা চাহিদা পূরণ করে এই টাকা। তবে অবসর গ্রহণের পর সবার কোন বাধা ছাড়া তারা তাদের পেনশন পেতে চান। এখন এই পেনশনের বিভিন্ন ধরনের স্কিমের সুযোগ রয়েছে। এছাড়াও, ১ অক্টোবর থেকে এই পেনশন এর উপর লাঘু হতো চলেছে নতুন নিয়ম।
পেনশন স্কিমে বদল, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম ও চার্জ প্রযোজ্য (Pension)
নতুন নিয়ম অনুযায়ী, ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS), অটল পেনশন যোজনা (APY), উনিফাইড পেনশন স্কিম (UPS)-এর গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল, সেন্ট্রাল রেকর্ড কিপিং এডেন্সির মাধ্যমে একটি নতুন ও স্বচ্ছ ফি কাঠামো চালু করা। এর পাশাপাশি PFRDA-এর নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন পেনশন (Pension) স্কিমগুলির পরিষেবা চার্জ সংশোধন করা হচ্ছে। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে বিভিন্ন পেনশনার ওপর কি কি পরিবর্তন আসছে তা একনজরে দেখে নিন।
আরও পড়ুন: ইলিশের টানে হাওড়া বাজারে উপচে পড়ছে ভিড়, দাম শুনলে অবাক হবেন আপনি
১ অক্টোবর থেকে পেনসনে কী কী পরিবর্তন আসছে দেখুন
১ অক্টোবর থেকে NPS ও UPS গ্রাহকদের নতুন e-PRAN (Permanent Retirement Account Number) কিট খোলার জন্য ১৮ টাকা পর্যন্ত চার্জ লাগবে। এছাড়াও ফিজিক্যাল PRAN কার্ডের জন্য দিতে হবে ৪০ টাকা।
এর পাশাপাশি বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ হিসেবে ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে। নতুন PRAN অ্যাকাউন্ট খোলার ফি নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি-ও ১৫ টাকা ধার্য করা হয়েছে।বেসরকারি ক্ষেত্রের গ্রাহকদেরও PRAN খোলার চার্জ সরকারি গ্রাহকদের মতই থাকছে। একই সঙ্গে জিরো ব্যালেন্স অ্যকাউন্টে কোনও চার্জ লাগবে না।
৫০,০০,০০০ টাকার বেশি যদি অ্য়াকাউন্টে টাকা থাকে, তাহলে দিতে হবে ৫০০ টাকা।এখন থেকে লেনদেন সম্পূর্ণ ফি করা হচ্ছে। এর ফলে গ্রাহকেরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
PFRDA নির্ধারিত এই ফিগুলি হল সর্বোচ্চ চার্জ। CRAs চাইলে আলোচনা সাপেক্ষে এর থেকে কম চার্জ নিতে পারে। এছাড়াও সমস্ত CRAs-কে ওয়েবসাইট ও অ্যাপে নতুন ফি কাঠামো স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এপর পাশাপাশি ভবিষ্যতে নতুন পরিষেবা চালুর ক্ষেত্রে PFRDA-এর অনুমোদন নিয়ে তার মূল্য নির্ধারণ করতে হবে।