ভবিষ্যৎ সুরক্ষায় রাজ্যের বড় পদক্ষেপ, দিব্যাঙ্গ সন্তানদের পেনশনে ছাড়পত্র

Published on:

Published on:

pension of those working in the education sector whos disabled children of government college
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার কর্মরত পরিবারের জন্য রয়েছে সুখবর। কারণ রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক ও শিক্ষা কর্মীদের জন্য বড় ঘোষণা। বাড়ল ফ্যামিলি পেনশন (Pension) এর পরিধি। এবার থেকে কলেজের কর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও আজীবন এই পেনশন পাবেন। আর এই সিদ্ধান্তে খুশি হয়েছে কলেজের অধ্যাপক ও শিক্ষা কর্মীরা।

শিক্ষাক্ষেত্রে কর্মরতদের পরিবারে স্বস্তি, দিব্যাঙ্গ সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত (Pension)

রাজ্য সরকার পোষিত ও কলেজে অধ্যাপক ও শিক্ষা কর্মীরা অবসরের পর পেনশন (Pension) পান। যেখানে একটা সময় পর্যন্ত যিনি চাকরি করতেন তার অবর্তমানে স্ত্রী পেনশন পেতেন। তবে সেই নিয়মই এবার বদল নিয়ে আসলো রাজ্য। গত বছর রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয় ফ্যামিলি পেনশনের আওতায় আনা হয়েছে চাকুরিরতের অবিবাহিত, বিধবা বা ডিভোর্সি মেয়েদের কথা।

 pension of those working in the education sector whos disabled children of government college

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন অক্স চা বাগান থেকে, সোনাদা থেকে মাত্র কয়েক মিনিটে

সেই ক্ষেত্রে তাদের বয়স সীমা হতে হবে ২৫ বছর। এবার পেনশনের পরিধিও আরও বাড়ালো রাজ্য। গত বছর রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয় এই ফ্যামিলি পেনশনের আওতায় আনা হচ্ছে চাকুরীরতের অবিবাহিত, ডিভোর্সি, বিধবা মেয়েদের কথা। যেখানে তাদের বয়স হতে হবে ২৫ বছর। আর গত ৮ ডিসেম্বর উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ছেলে বা মেয়ে উভয় সন্তানই বিশেষ ক্ষমতা সম্পন্ন হলে অর্থাৎ ২৫ বছরের পরেও উপার্জন ক্ষমতা না হলে তারা বাবা-মায়ের পেনশনের ভাগ পাবেন। প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের পরিমাণ নির্ভর করে বেতন ও চাকরির বয়সের ওপর।

তবে এই পেনশনের সুবিধা পাওয়ার জন্য চাকরির বয়স ১০ বছরের বেশি হওয়া আবশ্যিক। তা না হলে কর্মীরা পেনশনের (Pension) আওতায় আসবেন না।