পেনশন বাঁচাতে করতে হবে এই একটি কাজ, নইলে বন্ধ হবে আপনার টাকা…

Published on:

Published on:

Pension warning for retirees person will not be available without this document

বাংলা হান্ট ডেস্ক: একটি ছোট ভুল করলেই দিতে হবে আপনাকে দিতে হবে মাসুল। সূত্রের খবর, এই একটি মাত্র সার্টিফিকেট না থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন (Pension)। তাই জেনে নিন কিভাবে এই সার্টিফিকেট আপনি পেতে পারেন। বিশদে সেই বিষয়ে নিচে আলোচনা করা হল।

অবসরপ্রাপ্তদের জন্য সতর্কবার্তা, এই নথি ছাড়া মিলবে না পেনশন (Pension)

অবসর জীবনের আর্থিকভাবে একমাত্র সম্বলের জায়গা পেনসন (Pension)। এখন এই পেনশনের বিভিন্ন ধরনের স্কিমের সুযোগ রয়েছে। এছাড়াও প্রতি মাসে প্রবীণ দিয়ে জীবনযাত্রা চাহিদা পূরণ করে এই টাকা। তবে অবসর গ্রহণের পর সবার কোন বাধা ছাড়া তারা তাদের পেনশন পেতে চান। কিন্তু কখনো কখনো একটি ছোট অবহেলা হয়ে উঠতে পারে বড় সমস্যার কারণ। বিশেষ এই নথি সময়মতো জমা না দিলে পেনশন (Pension) বন্ধ হয়ে যেতে পারে আপনার। তাই সময়মতো প্রতিবছর এই গুরুত্বপূর্ণ নথি তৈরি করা প্রয়োজন।

আপনি চাইলে বাড়ি থেকেও এটি করতে পারবেন। এর জন্য আপনাকে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। জেনে নিন কিভাবে আপনি এটি আবেদন করতে পারবেন। যাতে আপনার পেনশন (Pension) না আটকায়। পেনশন হোল্ডারদের প্রতিবছর লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়া আবশ্যিক। এই লাইফ সার্টিফিকেট মূলত চিহ্নিত করে পেনশন হোল্ডার জীবিত আছে কিনা।

Pension warning for retirees person will not be available without this document

আরও পড়ুন: ‘অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, ডার্বিতে লাল-হলুদ ঝড়ের মাঝেই CAA-র দাবিতে এক হল মোহনবাগান-ইস্টবেঙ্গল

যদিও আগে প্রক্রিয়াটি শুধুমাত্র ব্যাংকের শাখা বা পেনশন (Pention) অফিসে গিয়ে সম্পূর্ণ করা হত। তবে অনেক বয়স্ক ব্যক্তি এতে সমস্যার সম্মুখীন হতেন। কিন্তু এখন সেটি আরো সহজ হয়ে গিয়েছে। এখন অনলাইনে আঁধার যাচাই-করণের মাধ্যমে ঘরে বসে লাইভ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে। পাশাপাশি তিনি কাছের কমন সার্ভিস সেন্টার, ব্যাঙ্ক বা ডাকঘরে গিয়েও এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তবে আপনি যদি সময় মতন লাইফ সার্টিফিকেট জমা না করেন তাহলে বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন (Pension)।

লাইফ সার্টিফিকেট কীভাবে পাবেন?

এখন লাইফ সার্টিফিকেট ( Life Certificate) পাওয়া আরও সহজ। কাছের ব্যাঙ্কে, ডাকঘরে গিয়ে এটি কে তৈরি করতে পারেন। এখন আধারভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে সঙ্গে সঙ্গে এই শংসাপত্র তৈরি করা হয়। এছাড়াও আপনি ঘরে বসেও এটিকে তৈরি করতে পারবেন। তার জন্য আপনার মোবাইলে জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে এদিকে তৈরি করতে হবে। এর জন্য আপনার আধার নম্বর, পেনশন আইডি ও মোবাইল নম্বর যাচাই সম্পূর্ণ করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করতে পারেন।