বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের (Pensioners) ডিএ ও ডিআর বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ৩% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করেছে কেন্দ্র। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার (Central Government Employees) অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। প্রাপ্য টাকা সময়মতো প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
পেনশননারদের সুবিধার্থে নয়া নির্দেশিকা জারি | Pensioners
নির্দেশিকা বলছে, অবসরপ্রাপ্ত কর্মীর জন্য একজন “ওয়েলফেয়ার অফিসার” বা “পেনশন মিত্র” নিয়োগ করা হবে। তার কাজ হবে অবসরপ্রাপ্ত কর্মীদের ফর্ম পূরণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজে সহায়তা করা। নয়া আধিকারিক নিয়োগের ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সুরক্ষার পথ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়ায় সাহায্য করাই হবে এই আধিকারিকদের মূল কাজ। পেনশনভোগীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে যাতে কোনও সমস্যায় না পড়েন তা দেখবেন তারা। এর ফলে পেনশন সংক্রান্ত জটিলতা কমবে বলে আশাবাদী সকলেই।
নয়া নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, ভিজিল্যান্স ক্লিয়ারেন্সের অভাবে পেনশন আটকে রাখা যাবে না। প্রতিটি মন্ত্রক এবং বিভাগকে অবসর গ্রহণের তিন মাস আগে কর্মীদের ভিজিল্যান্স ক্লিয়ারেন্স জারি করার কথা বলা হয়েছে। এর ফলে পেনশন হাতে পেতে অপেক্ষা কমবে।
আরও পড়ুন: শিক্ষকদের TET বাধ্যতামূলক! এবারে সুপ্রিম কোর্টে নয়া মোড়, পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ
সরকারি নির্দেশিকার মূল লক্ষ্য হল অবসরের পরের দিনই কর্মীদের প্রাপ্য সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার বিষয় নিশ্চিত করা। অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক অনিশ্চিয়তা দূর করতে অবসরের পরের মাসের শেষ দিনে প্রথম পেনশন প্রদান নিশ্চিত করাই এর উদ্দেশ্য। অবসর গ্রহণের ৬০ দিন আগে পেনশন পেমেন্ট অর্ডার (PPO) বা ই-পিপিও (e-PPO) জারি করাই হল সরকারের লক্ষ্য। কেন্দ্র সরকারের এই নয়া নির্দেশিকার ফলে অনেকাংশেই চিন্তামুক্ত হলেন পেনশনভোগীরা।