বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বন্ধ হয়েছে উল্টোডাঙা উড়ালপুল, গতরাতে দেখা দিয়েছে একটি ফাটল। চরম দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। যাটজট ও গাড়ির চাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলে।
জানা গেছে, উড়ালপুল তৈরি ঘিরে যে গাফিলতির ছাপ রয়েছে তা সর্বসমক্ষে স্পষ্ট। প্রতিনিয়ত বেড়েই চলেছে সেতুর গায়ে থাকা একাধিক ফাটল। সূত্রে খবর, আগেও নাকি এ বিষয়ে পরীক্ষা করে ফলস্বরূপ জানানো হয়েছিল যে ক্রমশ বাড়ছে এই ফাটল গুলি, কিন্তু তাও কোনো কাজ শুরু হয়নি উল্টোডাঙা উড়ালপুলে। দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি।
কেষ্টপুরের বাসিন্দা বিদিশা রায়ের কথায়, ‘কলেজে পড়ি, প্রতিদিনই এই উল্টোডাঙা উড়ালপুল দিয়ে যাওয়া-আসা করতে হয়, ভয় হয়, হয়তো কোনদিন মাথাতেই ভেঙে পড়বে এই বিশালাকার ব্রিজ।’ বিদিশার মতনই আরও বহু নিত্য যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে এই ঘটনার জেরে, তাদের মধ্যে কেউ কলেজ পড়ুয়া, কেউ অফিসকর্মী আবার কেউ সাংসারিক কাজে এদিক ওদিক করেন, এই ঘটনায়, উল্টোডাঙা উড়ালপুল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সকলেরই মনে।