চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।
আর চীনের উহানে পরে সারা পৃথিবী যেন এখন এই রোগে কাঁপছে আর তার মধ্যে আমেরিকার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আমেরিকার মানুষ প্রতিদিন কোরোনায় আক্রান্ত হচ্ছে আর বহু মানুষের মৃত্যু হচ্ছে।
আর এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে ঘরে থাকা জীবাণু নাশক দিয়ে সব থেকে ভালো করোনা প্রতিরোধ করা যায় যেমন লাইজল এবং হারপিক। তবে পড়ে অবশ্য তিনি এই কথা সবার সামনে স্বীকার করতে রাজি হয়নি। আবার অন্যদিকে আমেরিকার অনেকে মানুষ করোনা থেকে রেহাই পাওয়র জন্যে এই সব জীবাণু নাশক খায়। আর এই জীবাণু নাশক খাওয়ার ফলে প্রায় ন জং গুরুতর অসুস্থ হয়েছে হাসপাতাল ভর্তি ।
https://twitter.com/David_Leavitt/status/1253459820608466947?s=19
এর মধ্যে এরকম প্রায় তিরিশটি ঘটনা এসেছে সামনে যারা এই লাইজল খেয়ে অসুস্থ হয়েছে কিন্তু ট্রাম্প sei দায়িত্ব নিতে চান নি। তিনি জানান এই কথা সত্যি কিন্তু তাই বলে করোনা মেটানোর সম্ভব নয়। আর সেই অসুস্থ লক জন তারা এখন হাসপাতাল ভর্তি।।গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চোদ্দো লক্ষ্য । মৃত্যু হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের বেশী মানুষের। কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে। কিন্তু হ্যাঁ তার মধ্যেই মানুষ রোজ স্বপ্ন দেখে। তবে কবে রেহাই মিলবে জানা নেই কারো।