কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বেই ইলিশের স্বর্গরাজ্য, টাটকা চওড়া পেটির মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বৃষ্টি বাড়তেই সমুদ্রে বেড়েছে ইলিশ (Hilsa Fish)। আবহাওয়ার খামখেয়ালিপনা সামলে মৎস্যজীবীরা সমুদ্রে গিয়ে যতটা ইলিশ জালে তুলেছেন তাও নেহাত কম নয়। কলকাতার বাজারেও মিলছে ইলিশ। তবুও ভোজন রসিকদের একটা বড় অংশ ভিড় করছেন কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই জায়গায়, যেখানে বিকেলের পর থেকেই নদীর ধারে সারে সারে ইলিশ (Hilsa Fish) নিয়ে বসেন বিক্রেতারা।

কলকাতা থেকে ইলিশের (Hilsa Fish) টানে জমছে ভিড়

ইলিশের জন্য বরাবরই ডায়মন্ডহারবারের জনপ্রিয়তা রয়েছে। ইলিশপ্রেমীরা (Hilsa Fish) সেই কারণে আবার এতটা পথ উজিয়ে যেতেও দুবার ভাবেন না। বিকেলের পর থেকেই নদীর ধারে সার দিয়ে বসেন বিক্রেতারা। সামনে সাজানো টাটকা বিভিন্ন আকার এবং ওজনের ইলিশ (Hilsa Fish), যা দেখে একবার হলেও থমকে দাঁড়াতে হয়।

People from Kolkata are travelling to this place for good hilsa fish

ভিন রাজ্য থেকেও আসে অর্ডার: বিকেল গড়ালেই এখানে ভিড় লেগে যায় ক্রেতাদের। কলকাতা তো বটেই, বর্ধমান, ধানবাদ থেকেও মানুষ ছুটে আসেন ইলিশের (Hilsa Fish) টানে। অনেকে আবার ফোনে ফোনেই সারছেন দরদাম। ভিন জেলা, রাজ্য থেকে বিক্রেতাদের কাছে আসছে ফোন। মাছ প্যাক করার অর্ডার দিয়ে অনলাইনেই সারছেন পেমেন্ট।

আরও পড়ুন : এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন, ছাব্বিশের নির্বাচনের আগে ‘মাস্টারস্ট্রোক’ মোদীর

দাম কেমন এখানে: ডায়মন্ডহারবারের মাছ ব্যবসায়ীরা জানান, বড় ইলিশের (Hilsa Fish) ভালো চাহিদা রয়েছে। আবার অনেকে ছোট, বড় দু রকম মাছই কিনছেন। কিন্তু ডায়মন্ডহারবারে কি ইলিশের দাম কম? কলকাতা ছেড়ে ওখানে গিয়েই কেন মাছ কিনছেন ইলিশপ্রেমীরা (Hilsa Fish)? বাজারদর বলছে, ডায়মন্ডহারবারেও মাছের দাম মোটেই কম নয়। এক-দেড় কেজির মাছের দাম রয়েছে কেজি প্রতি প্রায় ১৮০০ টাকা। ৭০০-৮০০ গ্রামের মাছের দামও প্রায় হাজার টাকা কেজি দরে বিকোচ্ছে।

আরও পড়ুন : তিন দিনে ৭ কোটি পার! ‘ধূমকেতু’র হাত ধরে নতুন অধ্যায় শুরু টলিউডে?

তবে ডায়মন্ডহারবারে ভিড় করার কারণ হল এখানকার মাছের কোয়ালিটি। অনেকের মতে, কলকাতার বাজারে মাছ আসে অনেক হাত ঘুরে। কিন্তু ডায়মন্ডহারবারে মাছ একেবারে টাটকা। তাই একটু কষ্ট করে হলেও এই বন্দর শহরে এসে মাছ কিনছেন অনেকেই।