বাংলাহান্ট ডেস্ক : গত ২২শে জানুয়ারি রাজকীয় ভাবে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। উদ্বোধনের পর মাত্র ছয় দিন কাটার মধ্যেই উনিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে অযোধ্যায়। ভক্তদের সমাগমে অযোধ্যায় এখন জন সমুদ্রের ঢেউ। ভিড় সামলাতে নাজেহাল পুলিশ-প্রশাসন। যদিও ভক্তরা যাতে সুষ্ঠুভাবে রামলালাকে দর্শন করতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করছে যোগী সরকার।
ভিড় মোকাবিলায় ইতিমধ্যেই কমিটি তৈরি করা হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে। এই কমিটির প্রধান কাজই হবে সুষ্ঠুভাবে ভিড় নিয়ন্ত্রণ করা, যাতে প্রত্যেকে ভালভাবে রামলালার দর্শন করতে পারেন সেই ব্যবস্থা করা। দেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছেন অযোধ্যায়।
আরোও পড়ুন : মাধ্যমিক পাশেই এবার চাকরির সুযোগ! ৬৩৯টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে স্টীল অথরিটি বিভাগ
লক্ষ লক্ষ মানুষের আগমনে নাজেহাল অবস্থা পুলিশের। প্রশাসন সূত্রে খবর, গড়ে প্রতিদিন দু’লক্ষ ভক্তের সমাগম ঘটছে রাম মন্দিরে। গতকাল অর্থাৎ রবিবার প্রায় তিন লক্ষ ভক্তের সমাগম হয়েছিল রাম মন্দিরে। ২৩ জানুয়ারি ৫ লক্ষ, ২৪ জানুয়ারি ২.৫ লক্ষ, ২৫ জানুয়ারি ২ লক্ষ, ২৬ জানুয়ারি ৩.৫ লক্ষ, ২৭ জানুয়ারি ২.৫ লক্ষ, ২৮ জানুয়ারি ৩.২৫ লক্ষ ভক্ত রামলালাকে দর্শন করতে এসেছিলেন।
আরোও পড়ুন : চাকরির ফাঁকেই চলত প্রস্তুতি, একবারের চেষ্টাতেই IAS হলেন বাংলার মেয়ে নেহা
দেবতা দর্শনের সময় যাতে পদপিষ্টের মতো ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যত বেলা বাড়ছে ততই বাড়ছে ভক্ত সমাগম। নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ এবং আইজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমারকে।
দায়িত্ব পাওয়ার পর এনারা রাম মন্দির চত্বর থেকে সম্পূর্ণ বিষয়টি পরিচালনা করছেন। সুষ্ঠুভাবে দর্শন প্রক্রিয়ার জন্য তৈরি করা হয়েছে চ্যানেল। সূত্রের খবর, উদ্বোধনের পরের দিন অর্থাৎ ২৩ শে জানুয়ারি রাম মন্দিরে ৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। RAF এর ডেপুটি কমান্ডান্ট বলেছেন, প্রায় এক হাজার জওয়ান মোতায়েন রয়েছে মন্দিরের ভিতরে ও বাইরে।