করোনা নিয়ে মজা ,গ্রেফতার করলো পুলিশ

মারণরোগ করোনা ভাইরাসে (Corona Virus) চীনে (China) মৃতের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ২৮০০ জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার জন। ভারত (India) থেকে গতকাল একটি বিমান চীনে পাঠানো হয়, প্রয়োজনীয় ওষুধ পত্র এবং সরঞ্জাম নিয়ে।

এই বিমান ফেরার পথে চীনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনবে বলেও জানা গিয়েছে।এই নামটাতেই গোটা বিশ্বে আতঙ্ক । চীন, কেরল , দিল্লি, তেলেঙ্গানার পর এবার ভারতে হানা করোনা ভাইরাসের। প্রায় জাকিয়েই বসেছে করোনা। উত্তর প্রদেশের ৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস।তাই এরকম এক পরিস্থিতিতে দেশের মিডিয়াগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। corona virus 4এই ভাইরাসের জেরে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের ভিসা ৩রা  মার্চ বাতিল করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যারা বাধ্য শুধুমাত্র তাদের জন্যই ভিসার আবেদন গ্রহণযোগ্য। আর এবার  করোনো ভাইরাস নিয়ে মজা করতে শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ভারতীয় বংশোদ্ভূত । তারা এক মহিলাকে উদ্যেশ্য করে বলেন তার করোনা ভাইরাস আছে। এরপর খোজ খবর করে পুলিশ জানতে পারেন যে ওই মহিলার এরকম কনো সমস্যা নেই।

আর ওই মহিলাও স্বীকার করেছেন যে তিনি জানতে পেরেছিলেন যে কোভিড -১৯ এর কোনও লক্ষণ তার মধ্যে  নেই। কিন্তু পরে  পুলিশ তদন্তে করে জানতে পারে যে ওই মহিলা  প্রতারণার  চেস্টা করেছেন। আর ওই মহিলা যাতে  গ্রেপ্তার না হয় তার জন্য সে আপ্রান চেস্টা করে মিথ্যা কথা বলে যায়। আর পরে সেইজন্য তার থেকে রেহাই পাওয়ার জন্য তিনি মিথ্যে বলেন। কিন্তু অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছেন।


সম্পর্কিত খবর