দেশবাসীকে করোনা মহামারির হাত থেকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে লকডাউন ঘোষনা করা হয়েছিল। লকডাউন প্রায় দু মাস হতে চলল। এই দুই মাস দেশের সকল মানুষ ঘর বন্দী অবস্থায় দিনযাপন করছেন। খুব বেশি প্রয়োজন না পড়লে কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেন না। আর এমন অবস্থায় এবার ধীরে ধীরে মানুষজন বিরক্ত হয়ে পড়ছেন। এখনো কত দিন দেশজুড়ে লকডাউন চলবে সেই ব্যাপারে কোনো খবর নেই, তবে দেশজুড়ে দিনের পর দিন করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে লকডাউন যে এখনো দীর্ঘদিন চলবে সেই আবাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে।
আর এই পরিস্থিতিটাকে নিজের কেরিয়ারের সাথে তুলনা করলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় পেসার এস শ্রীসন্ত। এক সময় ভারতীয় পেস আক্রমনের স্তম্ভ ছিলেন এই শ্রীসন্ত। কিন্তু 2013 আইপিএলে তার নাম জড়িয়ে যায় ফিক্সিং কাণ্ডে। তারপর শেষ হয়ে যায় শ্রীসন্তের ক্রিকেট কেরিয়ার। হাজার চেষ্টা করেও নিজেকে নির্দোষ প্রমান করতে পারেন নি তিনি। ফলে আর ক্রিকেটেও ফেরা হয় নি তার। এই সেপ্টেম্বর মাসে শ্রীসন্তের শাস্তির শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপর কি তিনি ক্রিকেটে ফিরতে পারবেন সেটাই দেখার কারণ এই মুহূর্তে শ্রীসন্তের বয়স 37।
এক সাক্ষাৎকারে শ্রীসন্ত জানিয়েছেন, ‘দেশের মানুষ এই কয়েক দিনের লকডাউনেই বিরক্ত হয়ে উঠেছে। আমার কথা একবার ভাবুন কেরিয়ারের দিক দিয়ে বিচার করলে দেখা যাবে আমি গত সাড়ে ছয় বছর ধরে লকডাউন অবস্থায় কাটাচ্ছি। এখন আমি টিভিতে, সিনেমায় অভিনয় করি কিন্তু আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট খেলা সেটা থেকে আমায় দূরে সরিয়ে রাখা হয়েছে।’