১৯৮৭ সালের আগে জন্মানো ব্যাক্তিদের মেনে নেওয়া হবে ভারতীয়ঃ সুত্র

নাগরিকতা আইন (CAA) নিয়ে গোটা দেশ উত্তাল। আর এই খবরের মধ্যে নাগরিকতা আইন নিয়ে আরও একটি বড় খবর সামনে আসছে। সুত্র অনুযায়ী, ১৯৮৭ সালের আগে যারা জন্মেছে তাঁদের ভারতীয় নাগরিক মানা যেতে পারে। আইন অনুযায়ী, ১৯৮৭ সালের আগে জন্মানো মানুষদের নাগরিকতা আইন আর নাগরিকপুঞ্জী নিয়ে কোন চিন্তা করতে হবেনা। সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিকের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়।

২০০৪ এর নাগরিকতা সংশোধন আইন অনুযায়ী, দেশের নাগরিক যাদের একজন অভিভাবক আছে আর যারা অবৈধ অনুপ্রবেশকারী না, তাঁদের ভারতীয় নাগরিক মানা হবে।

নাগরিকতা আইন নিয়ে চলা বিতর্ক আর হিংসাত্মক বিরোধ প্রদর্শনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই আইন নিয়ে অনেক ভুল খবর এবং গুজব ছড়ানো হচ্ছে। আধিকারিক জানান, যদি কোন ব্যাক্তি ১৯৮৭ সালের আগে জন্ম নেন, তাহলে আইন অনুযায়ী তাঁকে ভারতীয় নাগরিক মানা হবে, অসমের ব্যাপারে এটি ১৯৭১ সাক ধরা হতে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর