বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রতিনিয়তই ভাইরাল (Viral) হয়ে যাচ্ছে হাজার হাজার ভিডিও। এমতাবস্থায়, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি রীতিমতো অবাক করে দেয় প্রত্যেককেই। শুধু তাই নয়, ওই ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে তুমুল আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যেও। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি চাঞ্চল্যকর ভিডিও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে একজন ব্যক্তি অদ্ভুতভাবে পরোটা তৈরি করে খবরের শিরোনামে উঠে এসেছেন।
মূলত, পরোটা আমরা তেল বা মাখন দিয়ে তৈরি হতে দেখেছি। কিন্তু, ওই ব্যক্তি ডিজেল দিয়ে পরোটা তৈরি করেছেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। আর সেই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে এবার। যেখানে চণ্ডীগড়ের একটি ধাবার মালিককে ভোজ্য তেল অথবা মাখন ছাড়া ডিজেল দিয়ে পরোটা তৈরি করতে দেখা গিয়েছে।
What’s next??
Harpic ParanthaWhen ICMR recommends you to avoid whey protein and FSSAI don’t care about the Ethylene oxide level in the masala…what can we say. No wonder India is the cancer capital of the world. pic.twitter.com/O3aeqlJUAR
— The Cancer Doctor (@DoctorHussain96) May 12, 2024
ইতিমধ্যেই ওই ভিডিওটি “X” মাধ্যমে @DoctorHussain96-এর হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। পাশাপাশি, ওই ভিডিওতে ডিজেল দিয়ে কিভাবে পরোটা তৈরি করা হচ্ছে তা বিস্তারিতভাবে উপস্থাপিত করা হয়েছে। পরোটার মধ্যে আলুর পুর দেওয়ার পর টিন থেকে ডিজেল ঢেলে পরোটার ওপর দিতে দেখা গিয়েছে। এদিকে, যিনি এই পুরো ঘটনাটির ভিডিও করছিলেন তিনিও এই বিষয়টি প্রত্যক্ষ করে অবাক হয়ে যান।
আরও পড়ুন: ব্যবহার করেন Android Smartphone? সচেতন না হলেই পড়বেন বিপদে, বিরাট সতর্কতা সরকারের
ব্যবহারকারীরাও হতবাক: এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে এই ভিডিও। যেটি পরিপ্রেক্ষিতে উঠেছে সমালোচনার ঝড়ও। @DoctorHussain96-এর হ্যান্ডেল ভিডিওটি শেয়ার করার সময়ে ক্যাপশনে লেখা হয়েছে, “এরপর আর কি হবে? হারপিক পরোঠা! যখন ICMR আপনাকে Whey প্রোটিন এড়িয়ে চলার পরামর্শ দেয় এবং FSSAI মশলায় ইথিলিন অক্সাইডের মাত্রা সম্পর্কে চিন্তা করে না… আমরা আর কি বলতে পারি? এতে অবাক হওয়ার কিছু নেই যে ভারত বিশ্বের ক্যান্সারের রাজধানী।”
আরও পড়ুন: ভারতে এসেই রকেটের গতিতে এগোচ্ছে Apple! FY25-এ দেশ থেকে রপ্তানি হবে ১ ট্রিলিয়নের iPhone
নেওয়া হয় ব্যবস্থা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এহেন চাঞ্চল্যকর ভিডিওটি প্রথমে @nebula_world দ্বারা শেয়ার করা হয়েছিল। কিন্তু এখন এই ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে, এই ভাইরাল ভিডিও দেখে প্রশাসনও ওই ধাবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে @nebula_world একটি পোস্টে লিখেছে, “বিচারের স্বার্থে ভিডিওটি সরিয়ে ফেলাই ভালো হবে।” উল্লেখ্যযে, ডিজেল বা পেট্রোলকে খাদ্যবস্তু হিসেবে গণনা করা হয় না। তাই, এগুলি খাবারের মধ্যে ব্যবহার করলে স্বাস্থ্য সম্পর্কিত একাধিক সমস্যা হতে পারে।