বাংলা হান্ট ডেস্ক: আজকালকার পরিবর্তনশীল জীবনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা কঠিন সাপেক্ষ। কারণ ক্রমবর্ধমান জীবন দিনকে দিন ব্যয়বহুল হয়ে উঠছে। এর পাশাপাশি ভবিষ্যতের জন্য চিন্তা করে একটি সুরক্ষিত আর্থিক স্বাধীনতা অর্জন করা অত্যন্ত জরুরী (Personal Finance)। আজকের প্রতিবেদনে জানানো হবে কিভাবে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ পরিচালনা করলে ভবিষ্যতে আপনাকে চিন্তিয় পড়তে হবে না।
অল্প সঞ্চয়ে গড়ে তুলুন বড় ফান্ড, দূর হবে ভবিষ্যতের দুশ্চিন্তা (Personal Finance)
জীবনে আর্থিক নিরাপত্তা শুধুমাত্র যে বর্তমানে পরিস্থিতির উপর নির্ভর করে তা কিন্তু নয়। ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলা করার জন্য প্রয়োজন টাকা (Money) পয়সা। কারণ চাকরি হারানো, হঠাৎ অসুস্থতা, বড় কোন চিকিৎসায় ব্যায় করার জন্য আপনাকে সব সময় আর্থিক প্রস্তুতি আপনাকে ওই সময় তুলে ধরতে সাহায্য করবে (Personal Finance)।
এর পাশাপাশি তরুণ প্রজন্ম অর্থাৎ ১৮-২৪ বছর বয়সে যখন কর্মজীবন শুরু করছেন তখন থেকেই এই আর্থিক সঞ্চয় গড়ে তোলার অভ্যাস করা একান্তই দরকার। আবার প্রাপ্তবয়স্করা ২৫-৬৪ বছর পরিবারের দায়িত্ব নেয় ও অবসর জীবনে প্রস্তুতির জন্য সংরক্ষিত অর্থের পরিকল্পনার প্রয়োজনীয়তা অনুভব করে। শুধুমাত্র যে অর্থ (Money) আর্থিক ভবিষ্যতের জন্য যথেষ্ট তা নয় এর পাশাপাশি এটি মানসিক শান্তি ও দেয়।
আরও পড়ুন: খেজুরের গুণে সহজেই স্কিনকেয়ার! ত্বকের একাধিক সমস্যার হবে দূর, পুজোতে মিলবে ঝলমলে লুক
তাই আর্থিক সুরক্ষার জন্য আগের থেকেই সঠিকভাবে বাজেট তৈরি ও খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। কারণ বাজেট আপনাকে আয় ও ব্যয়ের পরিষ্কার ছবি দেখায় ও কোথায় কত খরচ করছেন তা বোঝাতে শেখায়। এবার ধরুন আয়ের উৎস ও মাসিক ব্যয় যেমন ভাড়াবাড়ি, খাবার, পরিবহন, বিল ও বিনোদনের ওপর নির্ভর করে। এবার আপনি যদি অপ্রয়োজনীয় ব্যয় না করেন তাহলে ভবিষ্যতের জন্য কিছুটি টাকা সঞ্চয় করে রাখতে পারবেন।
তাই বাইরে বারবার খাওয়া-দাওয়ার বদল করুন। বাড়িতে খাবার রান্না করার সময় বার করুন। অপ্রয়োজনীয় অনলাইন শপিং এড়িয়ে চলুন। এইসব করলে পরে আপনার অপ্রয়োজনীয় খরচ কমে আসবে। পাশাপাশি ব্যক্তিগত জীবন ও এটি একটি শক্তিশালী আর্থিক হাতিয়ার হয়ে উঠবে।
এছাড়াও জরুরী তহবিলে টাকা (Money) সঞ্চয় করুন। কারণ হঠাৎ করে কোন অসুবিধায় পরলে সেখান থেকে আপনি টাকা নিয়ে সেই সমস্যার সমাধান করতে পারবেন। এর পাশাপাশি ঋণের বোঝা কমান। কারণ ঋণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে সঞ্চয় ও বিনিয়োগের ক্ষমতা নষ্ট হয়। তাই আর্থিক বিশেষজ্ঞদের মতে, মাথার ওপর ঋণের বোঝা মানে আপনার উপার্জিত টাকা আসলে আপনার নয়। তাই ঋণ মুক্ত থাকা উজ্জ্বল ভবিষ্যতের মূল চাবিকাঠি (Personal Finance)।