বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন স্বৈরাচারী শাসক পারভেজ মোশারফের (Pervez Musharraf) স্বীকারোক্তি আরও একবার পাকিস্তানের মুখোশ খুলে দিলো। উনি সার্বজনীন রুপে স্বীকার করেছেন যে, ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানের ট্রেনিং দেওয়া হত। যেসব কাশ্মীরি যুবক জঙ্গি গতিবিধি সঞ্চালন করার জন্য ট্রেনিং নিত, পাকিস্তান তাঁদের হিরো-র উপাধি দিত। মোশারফ বলেন, ওসামা বিন লাদেন আর জালালউদ্দিন হক্কানির মতো জঙ্গি পাকিস্তানের হিরো ছিল। পাকিস্তানের রাজনেতা ফরহতুল্লাহ বাবর দ্বারা বুধবার একটি ট্যুইট করা হয়, সেখানে পাকিস্তানের পর্দাফাঁস করেন প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রপতি পারভেজ মোশারফ।
পারভেজ মোশারফ এও স্বীকার করেন যে, আফগানিস্তানেও পাকিস্তান ধার্মিক সন্ত্রাসবাদ শুরু করেছিল। উনি বলেন, ১৯৭৯ সালে পাকিস্তানের ফায়দা আর সোভিয়েত সঙ্ঘ (বর্তমানে রাশিয়া) থেকে আফগানিস্তানকে বিচ্ছিন্ন করতে সেখানে ধার্মিক উগ্রবাদ ছড়ানো শুরু করে পাকিস্তান। পারভেজ মোশারফ বলেন, গোটা বিশ্বে মুজাহিদ্দিনদের প্রশিক্ষণ পাকিস্তান দিয়েছে। তাঁদের হাতিয়ারও পাকিস্তান দিয়েছে। তাঁরা আমাদের হিরো ছিল। হক্কানিও আমাদের নায়ক ছিল। ৯/১১ তে টুইন টাওয়ারে হামলা করা ওসামা বিন লাদেনও আমাদের হিরো। তখনের পরিস্থিতি আলাদা ছিল, আর এখনের পরিস্থিতি আলাদা।
یہ ہیں وہ ریاستی پالیسی جس کی وجہ سے پشتون کو دہشتگرد کہاں گیا جس کی وجہ سے پشتون کا پورا نسل تباہ اور برباد ہوا جس کی وجہ سے پشتون IDPS بنے جس کی وجہ سے پشتونوں کے گھریں بازاریں ہسپتال سکول گہرائے گئے.اور آج بولتے ہیں کہ ریڈ لائن کراس نہ کریں@GulBukhari#SaveBuner4mStateTaliban pic.twitter.com/khjh7sy390
— Pashtunkhwa (@Pashtunkhowa) November 12, 2019
কাশ্মীরে হিংসা নিয়ে কথা বলতে গিয়ে পারভেজ মোশারফ বলেন, পাকিস্তানে আসা কাশ্মীরিদের এখানে নায়কের উপাধি দেওয়া হত। আমরা ওদের প্রশিক্ষণ দিতাম, আর ওদের সমর্থন করতাম। আমরা ওদের মুজাহিদ্দিন ডাকতাম, আর ওঁরা কাশ্মীরে গিয়ে ভারতীয় সেনার সাথে লড়াই করত। লস্কর-এ-তইবা এর মতো অনেক কয়েকটি জঙ্গি সংগঠনকে তখন মজবুত করা হয়েছিল। ওঁরা সবাই আমাদের হিরো ছিল।