‘না খেলেই ইংল্যান্ডকে দিয়ে দেওয়া উচিত বিশ্বকাপ ট্রফি’ অদ্ভুত মন্তব্য করে বিতর্কে পিটারসন

বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিশ্বকাপে এই মুহূর্তে রীতিমত ঝড় তুলে দিয়েছে ইংল্যান্ড পাকিস্তানের মতো দল গুলি। একদিকে যেমন গ্রুপ ১ থেকে সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠেছে ইংল্যান্ড তেমনি অন্যদিকে গ্রুপ ২ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় দাবিদার পাকিস্তান। সেমিফাইনালের পথে ইতিমধ্যেই প্রশস্ত হয়ে গিয়েছে এই দুই দলের। কারণ নিজেদের প্রথম চারটি ম্যাচ লাগাতার জিতে নিয়েছে তারা। ইংল্যান্ডের এর পরের ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। বিশেষজ্ঞদের মতে এই ম্যাচেও সহজেই জয় পাবে ইংল্যান্ড।

অন্যদিকে বুধবার পাকিস্তানের ম্যাচ রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ জিতে গ্রুপে শীর্ষস্থান দখল করবে পাকিস্তানও। অনেক বিশেষজ্ঞই এখন বলছেন, হয়তোবা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হতে পারে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে। এবার এই প্রসঙ্গে একটি বড় মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। পিটারসন এমন একজন ক্রিকেটার যিনি আগেও সোজাসাপ্টা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। এবার ফের একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি।

এদিন নিজের টুইটে এই ইংরেজ ক্রিকেটার লেখেন “পাকিস্তান এবং আফগানিস্তান এমন দুটি দল যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে পারে, তবে শারজার পুরনো উইকেটে ম্যাচ খেলা হলে তবেই দুটি দল ইংল্যান্ডকে হারাতে পারবে। অন্য কোন মাঠে খেলা হলে ইংল্যান্ডকে হারানো খুব কঠিন। তাই বিশ্বকাপের ট্রফি ইংল্যান্ডকে দিয়ে দেওয়া উচিত, এই সময়ে ইপিএলে চেলসিকে যেভাবে ট্রফি দিয়ে দেওয়া হয়।”

https://twitter.com/KP24/status/1455433406356070401?t=-IJzc7JbxkJ7ddi_vd5c_A&s=19

তার এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পিটারসনের ভবিষ্যৎবাণী আগেও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবারের বিশ্বকাপের কথা মাথায় রেখেই তিনি মন্তব্য করেছিলেন বিশ্বকাপের সব থেকে বেশি রান করবেন ভারতের রোহিত শর্মা। কিন্তু বর্তমানে ভারতের যা অবস্থা তাতে হয়তোবা সেমিফাইনালেই পৌঁছতে পারবে না তারা। তবে পিটারসন যেভাবে এই মন্তব্য করেছেন তাতে অহংকার যে স্পষ্ট এ নিয়ে কোন সন্দেহ নেই।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর