বাংলাহান্ট ডেস্কঃ ৬০০ আরব ডলার ক্ষতিপূরণ দিতেই হবে চীনকে (China)। ভারতে (India) সহ সমগ্র বিশ্বে এই ভয়ঙ্কর মহামারির রোগ ছড়িয়ে দিতে চীন ভালো করে নি। তাই এবার তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য। এমনটা দাবী করে সুপ্রিম কোর্টে বিচাররে জন্য আবেদন জানালেন এক ব্যক্তি।
করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতি মুষড়ে পড়েছে
চীনে উৎপন্ন হওয়া করোনা ভাইরাসের (COVID-19) জেরে সমগ্র বিশ্ব এখন মৃত্যুমুখে এগিয়ে যাচ্ছে। ধবংস হচ্ছে বিভিন্ন দেশের সংস্কৃতি থেকে শুরু করে অর্থনীতি। মুষড়ে পড়া অর্থনীতিকে আবার সঠিক অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করছে বিভিন্ন দেশ। কিন্তু অপরপক্ষে মানুষের জীবনের আশঙ্কা করে, লকডাউনও সম্পূর্ণ শিথিল করাও সম্ভব হচ্ছে না।
৬০০ আরব ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য চীন
চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে এরই ভাইরাসের জন্ম হয়েছে। এই ভাইরাসের কারণে ভারতের অর্থনীতি আজকে প্রবল ক্ষতির মুখোমুখি। হাজারধিক মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসের কারণে তাই চীনকে এবার ৬০০ আরব ডলার ক্ষতিপূরণ দিতে হবে- অভিযোগ করেলন মাদুরাইয়ের বাসিন্দা কে কে রমেশ।
ভারতের অর্থনীতিতে আঘাত হানতে চীন এই হাতিয়ার বানিয়েছে
মাদুরাইয়ের এই বাসিন্দা আরও জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে প্রতিঘাত হানার জন্য এই মারণ ভাইরাস তৈরি করেছেন চীন। ভারতের সংস্কৃতি, সমাজ এবং অর্থনীতির উপর আঘাত আনার জন্যই এই ভাইরাসের আবিষ্কার। সেই কারণে তিনি সুপ্রিম কোর্টে চীনের বিরুদ্ধে অভিযোগ করে ক্ষতিপূরণ বাবদ এক পিটিশনও জমা দিয়েছেন।
চীনের উহান থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস, স্বীকারোক্তি WHO-এর
শুক্রবার বিশ্ব স্বাস্থ সংগঠন জানিয়েছে, চীনের উহানের সি ফুড় বাজার থেকেই গত বছর নভেম্বরে করোনার সংক্রমণ ঘটেছে। এই বিষয়ে আরও বিস্তারিত গবেষণা চালানোর কথা বলেও, তারা জানিয়েছেন চীনের উহান থেকেই প্রকৃতপক্ষে এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে।