অভিষেককে জেরার মন্তব্য! বিচারপতির নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দাখিল ক্যাভিয়েট

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ধৃত কুন্তল ঘোষের বিচারপতিকে লেখা চিঠি নিয়ে এখন উত্তাল রাজ্য-রাজনীতি। কুন্তলের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই (ED-CBI)। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এবার প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের চিঠি নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme Court) ক্যাভিয়েট দাখিল হল।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আশঙ্কা থেকেই শনিবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন মামলাকারী রমেশ মালিক। মামলাকারীদের উপস্থিতি ছাড়া একপক্ষকে নিয়ে কোনোভাবেই শুনানি যাতে না হয়, তার জন্যই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।

supreme court

দিন দুই আগে কুন্তল ঘোষের চিঠি ঘিরে কলকাতা হাই কোর্টে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। জেলবন্দি অবস্থাতেই ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগপত্র জমা করেন কুন্তল। নিম্ন আদালতের বিচারকের কাছেও চিঠি পাঠিয়েছেন কুন্তল। তার অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার মুখ দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে সিবিআই এবং ইডি এমনটাই বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে তার নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর পরেই হঠাৎ জেলবন্দি কুন্তলের মুখেও উঠে এসেছে একই কথা। হাই কোর্টের পর্যবেক্ষণ, সভায় বলা অভিষেকের মন্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের চিঠির কোথায় সাযুজ্য রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। এই নিয়েই কেন্দ্রীয় এজেন্সি চাইলে চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে বলেই মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি, ইডি-সিবিআই-এর।” মাথা পর্যন্ত পৌঁছনো বাকি, এমন মন্তব্যও করেছিলেন বিচারপতি। অন্যদিকে এরই মধ্যে অভিষেককে জেরার বিরোধিতায় দাখিল ক্যাভিয়েট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর