বাণিজ্যের জন্য খুলল পেট্রাপোল-বেনাপোল সীমান্ত, মোদি সরকারের সিদ্ধান্তে নাখুশ মমতা

বাংলাহান্ট ডেস্কঃ ৩৭ দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুলে গেল ভারত বাংলাদেশ সীমান্ত। উত্তর ২৪ পরগনার বনগাঁ এর পেট্রাপোল সিদ্ধান্ত খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তার আশঙ্কা, এই সিদ্ধান্তে রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

উত্তর ২৪ পরগনা নিয়ে এর আগেই ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গি থেকে করোনা, যে কোনো রোগের প্রকোপই কলকাতা সংলগ্ন এই জেলায় বেশি। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে এই জেলার বেশ কিছু মানুষ আইসোলেশনে। সদর শহর বারাসাত ও সংলগ্ন মধ্যমগ্রাম, বিরাটির বেশ কিছু অংশ ইতিমধ্যেই রেড জোন বলে চিহ্নিত। এরই মধ্যে পেট্রাপোল স্থল সীমান্ত খুলে দিলে অনেক মানুষের আনাগোনা বাড়বে। যার ফলে বাড়তে পারে সংক্রমণ।

mamata 2

উত্তর ২৪ পরগনা জেলার যে সব এলাকার নাম প্রকাশ্যে আনা হয়েছে৷ সেই তালিকা দেখে নিন এক নজরে- এনএনরোড, লেকটাউন (ব্লক-বি), গোলাঘাটা রোড,দক্ষিণদাঁড়ি রোড, গোরক্ষদাঁড়ি রোড, কবি ভারতচন্দ্র রোড, নিয়োগীপাড়া রোড, বিক্রম সুপার মার্কেট, নন্দকুমার রোড, রথতলা, ক্লাব টাউন হাইটস, ওল্ড নিমতা রোড, দেশপ্রিয়নগর, রানি পার্ক,শরৎ পল্লি৷

এয়ারপোর্ট ১ নম্বর গেট, রহড়া বরিশাল পল্লি, বিরাটি খালিসাকোটা পল্লি, এম এ সরনি, শিলাচল রোড৷ গোলবাগান,কবি সত্যেন, পাঠানপুর, পূর্ব আলিপুর, ভাটপাড়া৷ সিঁথির পাড়া রোড, কাঁকিনাড়া মহাজাতি নগর, আগরপাড়া, প্রসন্ন চ্যাটার্জী রোড, মনিরামপুর (ব্যারাকপুর), আউটপোস্ট রোড, নয়াপল্লি৷ বারাসাতের কালিকাপুর,শ্রীনিকেতন৷ নৈহাটির গড়িফা,চন্দ্রশেখর রায় রোড৷ মধ্যমগ্রামের মাইকেলনগর,

পূর্ব বঙ্কিমপল্লি,পূর্ব উদয়রাজপুর, তুতেপাড়া৷ হাবড়ার সমিতি রোড,বটতলা, নারায়নপুর মনসা শিবতলা,রঘুনাথপুর,নিশিকানন,তেঘরিয়া,ঢালিপাড়া৷ চিনারপার্ক,তেঘরিয়া শীতলা মন্দির, কৈখালি, হলদিয়া, তেঘরিয়া সেকেন্ড লেন৷ রাজারহাট৷ সল্টলেকের করুনাময়ী, এফ ডি ব্লক,জি সি ব্লক,এ ডি ব্লক৷

 


সম্পর্কিত খবর