বাংলায় পেট্রল-ডিজেলের রেটে বড় স্বস্তি, বহু জেলায় কমল দাম! রইল আজকের দর

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় জ্বালানির দর বৃদ্ধি হলেও অনেক জেলায় কমেছে পেট্রোল ডিজেলের দাম। শনিবার কোন জেলায় কত টাকায় পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে তা দেখে নেওয়া যাক:

আলিপুরদুয়ার, বাঁকুড়া, দার্জিলিং, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় কিছুটা হলেও সস্তা হয়েছে জ্বালানি। এই বারোটা জেলায় পেট্রোল ডিজেলের দাম নিম্নমুখী। পাশাপাশি পেট্রোল – ডিজেলের দর বৃদ্ধি পেয়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ রগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও জলপাইগুড়িতে ।

শনিবারে পেট্রোলের দাম:( প্রতি লিটারে )

•আলিপুরদুয়ার: ১০৬.৮২ টাকা
•বাঁকুড়া: ১০৬.৭১ টাকা
•বীরভূম: ১০৬.৬৮ টাকা
•কোচবিহার: ১০৬.৭৯ টাকা
•উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে: ১০৬.৫৪ এবং ১০৬.১০ টাকা
•দার্জিলিং: ১০৫.৮৭ টাকা
•হুগলি: ১০৬.৩২ টাকা
•জলপাইগুড়ি: ১০৬.৪৬ টাকা
•মালদা: ১০৫.৮১ টাকা
•ঝাড়গ্রাম: ১০৬.৮৯ টাকা
•কলকাতা: ১০৬.০৩ টাকা
•কালিম্পঙ: ১০৫.৯৮ টাকা
•হাওড়া: ১০৬.২২ টাকা
•মুর্শিদাবাদ: ১০৭.৩৯ টাকা
•উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে: ১০৬.৪৯ এবং ১০৬.০৩ টাকাpetrol

শনিবারে ডিজেলের দাম:( প্রতি লিটারে )

•আলিপুরদুয়ার: ৯৩.৪৯ টাকা
•বাঁকুড়া: ৯৩.৪০ টাকা
•বীরভূম: ৯৩.৩৮ টাকা
•কোচবিহার: ৯৩.৪৬ টাকা
•উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে: ৯৩.২৪ এবং ৯২.৮৩ টাকা
•দার্জিলিং: ৯২.৬১ টাকা
•হুগলি: ৯৩.০৩ টাকা
•জলপাইগুড়ি: ৯৩.১৬ টাকা
•মালদা: ৯২.৫৬ টাকা
•ঝাড়গ্রাম: ৯৩.৫৩ টাকা
•কলকাতা: ৯২.৭৬ টাকা
•কালিম্পঙ: ৯২.৭১ টাকা
•হাওড়া: ৯২.৭৬ টাকা
•মুর্শিদাবাদ: ৯৪.০৩ টাকা
•উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে: ৯৩.১৯ এবং ৯২.৭৭ টাকা


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর