পুজোর মরসুমে বিরাট স্বস্তি! রাজ্যের একাধিক জেলায় কমল পেট্রোল-ডিজেলের দাম, রইল নতুন রেট

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে শুরু হয়ে গিয়েছে পুজো। খুশির মেজাজে সকলে। সকাল থেকে রাত, গাড়ি-বাইক নিয়ে পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছে সকলে। এরই মধ্যে এল স্বস্তির খবর। সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের ১২ জেলায় দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। দেশের অনেক শহরেই কমল পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। পুজোর মরসুমে আজ কোথায় কত হল জ্বালানির মূল্য? জেনে নিন।

আজ কয়েক জায়গায় কিছুটা সস্তা হল পেট্রোল-ডিজেল (Price Drop)। আবার কিছু জায়গায় খানিক বাড়লো দাম। জানিয়ে রাখি, আজ দার্জিলিং, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরে সামান্য কমেছে পেট্রোল ও ডিজেলের।

সোমবার কোচবিহারে সর্বোচ্চ ১.১৫ টাকা দাম কমেছে পেট্রোলের। তবে বীরভূম, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, নদিয়ায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় (Kolkata) আজ পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে কমছে ওজন! ‘জীবন মৃত্যুর সঙ্গে লড়াই..’, আসলে কী হয়েছে মমতার? জানলে ‘থ’ হয়ে যাবেন

petroldiesel1686464040033

কলকাতা: পেট্রোল লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল ৯২.৭৬ টকায়।

দার্জিলিঙ: পেট্রোল ১০৫.৮৮ টাকা লিটার। ডিজেল ৯২.৬২ টাকা লিটার।

আলিপুরদুয়ার: পেট্রোল ১০৬.৮২ টাকা লিটার। ডিজেল ৯৩.৪৯ টাকা লিটার।

মুর্শিদাবাদ: পেট্রোল ১০৬.৫৫ টাকা লিটার। ডিজেল ৯৩.৩৪ টাকায়।

বাঁকুড়া: পেট্রোল ১০৬.২৩ টাকা লিটার। ডিজেল ৯২.৯৬ টাকা

কালিম্পঙ: পেট্রোল ১০৬.৯২ টাকা। ডিজেল ৯৩.৪৩ টাকা লিটার

পুরুলিয়া: পেট্রোল ১০৬.৬৫ টাকা। ডিজেল ৯৩.৩৫ টাকা।

হাওড়া: পেট্রোল ১০৬.৪২ টাকা, ডিজেল ৯৩.১৩ টাকা লিটার।

বীরভূম: পেট্রোল ১০৬.৫৬ টাকা লিটার, ডিজেল ৯৩.২৬ টাকা।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর: পেট্রোল ১০৬.৫৫ টাকা ও ১০৬.০৫ টাকা লিটার। ডিজেল যথাক্রমে ৯৩.২৪ এবং ৯২.৭৮ টাকা লিটার।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: পেট্রোল যথাক্রমে ১০৬.৫৬ এবং ১০৬.০৩ টাকা, ডিজেল যথাক্রমে ৯৩.২৫ এবং ৯২.৭৬ টাকা লিটার।

পূর্ব ও পশ্চিম বর্ধমান: পেট্রোল যথাক্রমে ১০৬.৩৬ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০৭ এবং ৯৩.০১ টাকা লিটার।

কোচবিহার: পেট্রোল ১০৬.২৪ টাকা। ডিজেল ৯২.৯৬ টাকা লিটার।

হুগলি: পেট্রোল পিছু ১০৬.৫৮ টাকায়। ডিজেল ৯৩.২৮ টকা লিটার।

জলপাইগুড়ি: পেট্রোল ১০৬.০২ টাকা। ডিজেল ৯২.৭৫ টাকা লিটার।

মালদা: পেট্রোল ১০৫.৯৬ টাকা ও ডিজেল ৯২.৭০ টাকা লিটার।

ঝাড়গ্রাম: পেট্রোল ১০৬.৯২ টাকা ও ডিজেল এখানে ৯৩.৫৫ টাকা লিটার।

মুর্শিদাবাদ: পেট্রোল ১০৬.৫৫ টাকা। ডিজেল ৯৩.৩৪ টাকা।

নদিয়া: পেট্রোল ১০৭.২৫ টাকা। ডিজেল ৯৩.৯০ টাকা লিটার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর