বাংলাহান্ট ডেস্ক : দেশের একাধিক শহরে পেট্রল ও ডিজেলের দামে বড়সড় বদল এসেছে। একাধিক শহরে কমে গিয়েছে পেট্রল এবং ডিজেলের দাম। আবার অনেকগুলি শহরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে। আসলে, রাজ্যগুলিতে পেট্রল এবং ডিজেলের উপর চাপানো করের হার আলাদা হয়। সেই কারণেই বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম ভিন্ন হয়ে থাকে।
এদিকে আন্তর্জাতিক বাজারে, WTI অপরিশোধিত তেলের দামে 0.08 শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে এবং এটি ব্যারেল প্রতি 88.91 ডলারে রয়েছে। ব্রেন্ট ক্রুডের দামে 0.4 শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে এবং ব্যারেল প্রতি 92.10 ডলারে লেনদেন হচ্ছে। আজ বুধবার দেশের কয়েকটি শহরে পেট্রোল এবং ডিজেলের দামে ওঠানামা স্পষ্ট।
আরোও পড়ুন : ভিড় সামলাতে কৌশিকী অমাবস্যায় ‘বিশেষ’ ট্রেন চালাবে রেল! কখন ছাড়বে? কোথায় দাঁড়াবে?
চলুন প্রথমেই জেনে নেওয়া যাক, চেন্নাই, কলকাতা, মুম্বাই আর নয়াদিল্লির মত চারটি মেট্রো সিটিতে কত দামে বিকোচ্ছে পেট্রোল, ডিজেল। যে কোনও গ্রাহক চাইলে নিজের শহরের পেট্রল এবং ডিজেলের রেট জেনে নিতে পারে। ইন্ডিয়ান অয়েল-এর গ্রাহকরা এর জন্য 9224992249 নম্বরে এসএমএস করতে পারে। অপরদিকে, বিপিসিএল-এর গ্রাহকরা, 9223112222 নম্বরে এসএমএস পাঠাতে পারে।
আরোও পড়ুন : মেদিনীপুরের স্কুল থেকে আমেরিকার ল্যাব! দিনরাত গবেষণার ফল পেলেন দেবব্রত, হাতে উঠল ভাটনগর
চেন্নাইতে আজ পেট্রোল 102.74 টাকা, ডিজেল 94.33 টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। অন্যদিকে, কলকাতাতে পেট্রোল 106.03 টাকা, ডিজেল 92.76 টাকা প্রতি লিটার দাম উঠেছে। মুম্বইয়ের ক্ষেত্রে কিনতে গেলে খরচ পেট্রোল 106.31 টাকা, ডিজেল 94.27 টাকা প্রতি লিটার। নয়াদিল্লিতে পেট্রোল 96.72 টাকা, ডিজেল প্রতি লিটার 89.62 টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও, পুনেতে পেট্রোল বিক্রি হচ্ছে 34 পয়সা কম দামে 106.20 টাকায়, ডিজেল 21 পয়সা কম দামে বিক্রি হচ্ছে 92.50 টাকা প্রতি লিটারে। নয়ডায় পেট্রোল 18 পয়সা কম দামে 96.58 টাকায় বিক্রি হচ্ছে, ডিজেল 18 পয়সা কম দামে বিক্রি হচ্ছে 89.75 টাকা প্রতি লিটারে। বেঙ্গালুরুতে আজ দাম উঠেছে পেট্রল 101.94 টাকা এবং ডিজেল 87.89 টাকা।