ভোটের মাঝেই ফের কমল পেট্রোল, ডিজেলের রেট! কলকাতায় জ্বালানির দাম কত? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) বাজার দর কিন্তু এখনও চড়া। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা হলেও কম করা হয়েছে। প্রতি লিটারে দুই টাকা করে কমানো হলেও তারপর দামে সেরকম কোনো পরিবর্তন হয়নি পেট্রোল ও ডিজেলের। আজ সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ ১৫ ই মে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ধারণ করেছে তেল সংস্থাগুলি। আপনার শহরে কত রইল পেট্রোল আর ডিজেলের দাম? জানুন এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য ৮২ ডলারের উপরে প্রতি ব্যারেল। এরই মধ্যে পেট্রোল ডিজেলের নতুন দাম আপডেট করেছে তেল সংস্থাগুলি। কিন্তু দেশের বিভিন্ন শহরে জ্বালানি (Fuel) তেলের দাম এখনো পরিবর্তিত হয়নি।। শুধুমাত্র কয়েকটি শহর ও রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমানো হয়েছে। আসাম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা-সহ কয়েকটি রাজ্যে আজ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আবার দাম কমেছে কেরল, রাজস্থান, তেলেঙ্গানা-সহ অন্যান্য রাজ্যেও।

আরোও পড়ুন : চেকপোস্টে ডকুমেন্টস্ চেকিংয়ের দিন শেষ! সিকিমে এবার বিশেষ ব্যবস্থা, AI সারবে সব কাজ

আজ রাজধানী শহর দিল্লিতে এক লিটার পেট্রোল বিকোচ্ছে ৯৪.৭২ টাকা দরে। আর ডিজেল প্রতি লিটারে দাম ৮৭.৬২ টাকা।

আজ তিলোত্তমায় (কলকাতা) প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা আর ডিজেলের দাম ৯০.৭৬ টাকা।

মুম্বইয়ে আজ ১০৪.২১ টাকা লিটার বিক্রি হচ্ছে পেট্রোলের। প্রতি লিটার ডিজেলের দাম ৯২.১৫ টাকা।

চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৭৫ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৩৪ টাকা।

65f320784aa88 petrol price 140614980 16x9

এবার আপনি এসএমএস এর মাধ্যমে নিজের শহরের পেট্রোল এবং ডিজেলের সর্বশেষ দাম জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহক হয়ে থাকলে, আরএসপি দিয়ে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠিয়ে দিন। বিপিসিএলের গ্রাহকরা আরএসপি লিখে 9223112222 নম্বরে পাঠান। আর জেনে নিন পেট্রোল ডিজেলের নতুন দাম। এইচপিসিএলের গ্রাহকরা এইচপি প্রাইস লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে দিন। তাহলে এসএমএসের মাধ্যমে পেট্রোল আর ডিজেলের দাম জানতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর