মাথায় হাত জনগনের ! মাত্র নয় দিনে পেট্রোলের দাম বাড়লো এত টাকা …

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ববাজারে তলানিতে ঠেকা পেট্রোলের (petrol) দামে আগুন ভারতের বাজারে। আজ নিয়ে টানা ৯ দিন চড়চড়িয়ে বাড়ছে দাম। গত নয় দিনে পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকা। পিছিয়ে নেই ডিজেলও (diesel) ৯ দিনে ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৮৭ পয়সা। যা দেখে ইতিমধ্যে মাথায় হাত গাড়ি চালক থেকে সাধারন মানুষের।

আনলকডাউন এর প্রথম পর্বেই পেট্রল ডিজেল ( petrol diesel) এর দাম বাড়বে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞ মহল। সেই আশঙ্কা সত্যি করে আজ আরো মহার্ঘ হল পেট্রল ডিজেল। দেশের সরকারি তেল বিপণন সংস্থাগুলি (এইচপিসিএল, বিপিসিএল, আইওসি) আবারও পেট্রল-ডিজেলের দাম পর্যালোচনা শুরু করেছে। যে কারণে প্রতিদিন দাম পরিবর্তন হচ্ছে। জানা যাচ্ছে, আরো ৫ টাকা বাড়তে পারে পেট্রল ডিজেল এর দাম।

over 60000 petrol pumps in india 45 jump in 6 years

সোমবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৭৮ টাকা ১০ পয়সা৷ ডিজে ৭০ টাকা ৩৩ পয়সা। দিল্লি তে এই দাম যথাক্রমে ৭৬.২৬ টাকা ও ৭৪. ৬২ টাকা।

ইতিমধ্যেই তেলের ওপর অতিরিক্ত অন্তঃশুক্ল বসিয়েছে মোদি সরকার । পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। যার ফলে বিশ্ব বাজারে তলানিতে ঠেকা তেলের দামের কোনো সুবিধা পাবেন না দেশবাসী।

ভারতে পেট্রল ডিজেল এর বার্ষিক চাহিদা ২.৪ শতাংশ বাড়ার সম্ভাবনা ছিল । কিন্তু করোনার প্রকোপে তা ৫.৬ শতাংশ কমতে চলেছে বলেই জানানো হয়েছে। পরিবহন ও কৃষিক্ষেত্রে ভারতে এবছরের ডিজেলের চাহিদা গত বছরের তুলনায় ৫৫.৬ শতাংশ কম। অন্যদিকে পেট্রলের বিক্রি গত বছরের তুলনায় ৬০.৬ শতাংশ কমতে পারে। এ বছর ০.৯৭ মিলিয়ন টন পেট্রল বিক্রি হতে পারে।অন্যদিকে বেড়েছে রান্নার গ্যাসের চাহিদা । ফলে বিক্রিও বেড়েছে। রান্নার গ্যাসের বিক্রি এখনও পর্যন্ত ১২.১ শতাংশ বেড়েছে।


সম্পর্কিত খবর