খুশির খবর নাকি মাথায় হাত! পুজোর আগে কলকাতায় কততে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল? রইল রেট

বাংলাহান্ট ডেস্ক : আজ অর্থাৎ ৪ঠা অক্টোবর, পেট্রোল ও ডিজেলের নতুন দাম ঘোষণা করা হয়েছে জ্বালানি সংস্থাগুলির পক্ষ থেকে। পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তিত হয়েছে দেশের একাধিক শহরে। একদিকে যেমন বেশ কিছু শহরে কমেছে পেট্রোল-ডিজেলের দাম, অন্যদিকে বেশ কিছু শহরে আবার দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানির।

করের তারতম্য থাকার জন্য পেট্রোল-ডিজেলের দামে পার্থক্য দেখা যায় রাজ্য বিশেষে। দেশের চারটি মেট্রো শহরে দাম পরিবর্তন হয়নি পেট্রোল-ডিজেলের। তবে অন্যান্য কিছু শহরে ৪ঠা অক্টোবর দাম পরিবর্তন লক্ষ্য করা গেছে জ্বালানির। এক নজরে দেখা দেওয়া যাক দেশের বিভিন্ন শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত।

আরোও পড়ুন : ভয়াবহ বিপর্যয়! উৎসবের মরশুমে বন্যার তোড়ে ভেসে যেতে পারে এই ৭ জেলা, তড়িঘড়ি ব্যবস্থা রাজ্যের

কলকাতা -পেট্রল 106.03 টাকা এবং ডিজেল 92.76 টাকা। দিল্লি – পেট্রল 96.72 টাকা ও ডিজেল 89.62 টাকা। মুম্বই – পেট্রল 106.31 টাকা এবং ডিজেল 94.27 টাকা। চেন্নাই- পেট্রল 102.86 টাকা ও ডিজেল 94.46 টাকা। বেঙ্গালুরু – পেট্রল 101.94 টাকা এবং ডিজেল 87.89 টাকা।

আরোও পড়ুন : ‘মানি হেইস্ট’ সিরিজের নকল করে মাঝ রাস্তায় ফোয়ারার মতো ওড়ালেন টাকা! ভাইরাল রাজস্থানের সেই ভিডিও

লখনউ -পেট্রল 96.57 টাকা ও ডিজেল 89.76 টাকা। জয়পুর -পেট্রল 108.48 টাকা এবং ডিজেল 93.72 টাকা। গুরুগ্রাম – পেট্রল 96.84 টাকা এবং ডিজেল 89.72 টাকা। চন্ডিগড় -পেট্রল 96.20 টাকা ও ডিজেল 84.26 টাকা। নয়ডা – পেট্রল 96.79 টাকা এবং ডিজেল 89.96 টাকা।

petrol diesel price (1)

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে জ্বালানি কর ভিন্ন। খুব সহজে ঘরে বসেই আপনারা আপনাদের শহরে পেট্রোল ও ডিজেলের দাম জেনে নিতে পারেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা এই জন্য 9224992249 নম্বরে এবং বিপিসিএল-এর গ্রাহকরা 9223112222 নম্বরে এসএমএস করতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর