রান্নার গ্যাসের পর এবার সস্তা হল পেট্রোল-ডিজেল, লিটার পিছু এতটাকা কমল দাম

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে বিরাট খবর। শুক্রবার এক ধাক্কায় কমে গেল পেট্রল-ডিজেলের দাম (Diesel Fuel)। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, আগামী শুক্রবার থেকেই লিটার প্রতি ২ টাকা করে কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। খবর মিলেছে আগামি ১৫ মার্চ সকাল থেকেই নয়া দাম লাগু হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রান্নার গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। নারী দিবস উপলক্ষ্যে সিলিন্ডার পিছু ১০০ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। আর এবার একধাক্কায় কমে গেল পেট্রল ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

গত সপ্তাহেই এই বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, ‘পেট্রোল এবং ডিজেলের খুচরা দাম কমানো একটি বড় সিদ্ধান্ত যা সরকারী ক্ষেত্রের তেল বিপণন সংস্থাগুলিকে “খুব শান্তভাবে” চিন্তা করতে হবে।’ এছাড়াও প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘পেট্রোল এবং ডিজেলের দাম ২ টাকা কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও প্রমাণ করেছেন যে, তাঁর কোটি কোটি ভারতীয় পরিবারের কল্যাণ এবং সুবিধা সবসময়ই তাঁর লক্ষ্য।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X