বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে বিরাট খবর। শুক্রবার এক ধাক্কায় কমে গেল পেট্রল-ডিজেলের দাম (Diesel Fuel)। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, আগামী শুক্রবার থেকেই লিটার প্রতি ২ টাকা করে কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। খবর মিলেছে আগামি ১৫ মার্চ সকাল থেকেই নয়া দাম লাগু হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রান্নার গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। নারী দিবস উপলক্ষ্যে সিলিন্ডার পিছু ১০০ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। আর এবার একধাক্কায় কমে গেল পেট্রল ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
पेट्रोल और डीज़ल के दाम ₹2 रुपये कम करके देश के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi जी ने एक बार फिर साबित कर दिया कि करोड़ों भारतीयों के अपने परिवार का हित और सुविधा सदैव उनका लक्ष्य है।
वसुधा का नेता कौन हुआ?
भूखण्ड-विजेता कौन हुआ?
अतुलित यश क्रेता कौन हुआ?
नव-धर्म… https://t.co/WFqoTFnntd pic.twitter.com/vOh9QcY26C— Hardeep Singh Puri (मोदी का परिवार) (@HardeepSPuri) March 14, 2024
গত সপ্তাহেই এই বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, ‘পেট্রোল এবং ডিজেলের খুচরা দাম কমানো একটি বড় সিদ্ধান্ত যা সরকারী ক্ষেত্রের তেল বিপণন সংস্থাগুলিকে “খুব শান্তভাবে” চিন্তা করতে হবে।’ এছাড়াও প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘পেট্রোল এবং ডিজেলের দাম ২ টাকা কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও প্রমাণ করেছেন যে, তাঁর কোটি কোটি ভারতীয় পরিবারের কল্যাণ এবং সুবিধা সবসময়ই তাঁর লক্ষ্য।’