টানা এক সপ্তাহ সস্তা হলো পেট্রোল, জেনেনিন আজকের পেট্রোলের দাম!

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েক মাস ধরেই দেশে পেট্রলের দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। যদিও গত বছরে পেট্রলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পেট্রোলের দামের খুব একটা হেরফের হয়নি। যদিও কোনও সময় দাম বাড়ছে কিন্তু তাতেও খুব একটা বেশি নয় তাই মধ্যবিত্তদের জন্য এই দারুণ সুখবর বলা যায়।

আবারও মঙ্গলবার দেশবাসীকে স্বস্তি দিতে সস্তা হল পেট্রলের দাম। চলতি মাসের শুরুতে যেখানে পেট্রোলের প্রতি লিটার দাম ছুঁয়েছিল 77.60 টাকা অবধি সেখানেই মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম ছিল 77.28 টাকা। মন কি কয়েক দিন আগে পেট্রোলের দাম 77.65 টাকা অবধি হয়ে গিয়েছিল কিন্তু মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আবারও পেট্রলের দাম কমল।petrol 754 7

যদিও শহর কলকাতায় পেট্রোলের দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে কিন্তু মঙ্গলবার মুম্বইয়ে সেই দাম ছিল 80.28 টাকা, কিন্তু সেই তুলনায় দিল্লিতে দাম অনেকটাই কম ছিল। 74.68 টাকা।উল্লেখ্য, অক্টোবর মাসে প্রতি লিটার পেট্রোল ডিজেল পিছু দাম আরও অনেকটাই সস্তা হয়েছিল, জানা গিয়েছে প্রতি লিটার পেট্রোল 11 পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার পিছু 15 পয়সা করে কমেছিল৷

তাই দাম কমার পরে নতুন ভাবে পেট্রলের দাম হয়েছে প্রতি লিটার পিছু 76.06 টাকা এবং ডিজেলের দাম ছিল 68.96 টাকা৷ তাই দেশ জুড়ে এ ভাবে হঠাত্ পেট্রলের দাম সস্তা হয়ে যাওয়ায় যথেষ্টই খুশির হাওয়া দেশবাসীর মধ্যে৷ তাই তো দেশে যেভাবে পেট্রোলের দাম কমেছিল তার তুলনায় দুমাসে বেশ কয়েকবার দাম ওঠা নামা করেছিল। এবং স্থায়ী ছিল দু তিন টাকার মধ্যেই। কিন্তু এবার আবারও দাম কমায় খুশির হাওয়া দেশবাসীর মধ্যে।

 

সম্পর্কিত খবর