সাধারণের উপর চাপ বাড়েনি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে বললেন পেট্রোলমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: গত ১ মার্চ থেকে বেড়েছিল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। এর জেরে মধ্যবিত্তের কপালে ফের পড়েছিল চিন্তার ভাঁজ। রাজ্যসভাতেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। এ বার তার উত্তর দিলেন পেট্রোলমন্ত্রী হরদীপ পুরি (Hardeep Puri)। রান্নার গ্যাসের দাম বাড়ানোর সরকারি পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি জানিয়ছেন, ২০২০-র এপ্রিল থেকে ২০২৩-এর মার্চ অবধি আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম ২৩৫ শতাংশ বেড়ে গিয়েছে। সেই তুলনায় ভারতে রান্নার গ্যাসের দাম মাত্র ৮৯.৭ শতাংশ বেড়েছে। 

রাজ্যসভায় এ দিন একটি লিখিত উত্তর পেশ করেন পেট্রোলমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, ভারতের মোট এলপিজি-র চাহিদা মেটাতে ৬০ শতাংশই আমদানি করা হয়। এখনও ভারতের ঘরোয়া এলপিজি-র দাম নিয়ন্ত্রণ করে কেন্দ্র। তিনি আরও বলেন, এলপিজি-র দাম নির্ধারণ করা হয় সৌদি চুক্তির ভিত্তিতে। এই চুক্তি অনুযায়ী ২০২০ সালের এপ্রিলে অভ্যন্তরীণ এলপিজি-র দাম এমটি প্রতি ২৩৬ ডলার ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে এমটি প্রতি ৭৯০ ডলারে। 

liquified petroleum gasভারতের

 

অর্থাৎ তিন বছরে এলপিজি-র দাম ২৩৬ শতাংশ বেড়েছে। কিন্তু সেই তুলনায় ভারতে রান্নাস গ্যাসের দাম মাত্র ৮৯.৭ শতাংশ বেড়েছে। প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ জাভেদ আলি কেন্দ্রকে এই প্রশ্ন করেন। তিনি আরও জানতে চান, চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম বেড়েছে কি না। কিন্তু তাঁর এই প্রশ্নের কোনও সরাসরি উত্তর দেননি পেট্রোলমন্ত্রী। হরদীপ পুরি বলেন, ২০২০-র মে মাসে এলপিজি সিলিন্ডার ৫৮১.৫ শতাংশ ছিল। কিন্তু ২০২৩-এর মার্চে সেটি পাওয়া যাচ্ছে ১১০৩ টাকা দরে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে দাম মাত্র ৫৫.২ শতাংশ বেড়েছে। পেট্রোলমন্ত্রী এ দিন জানান, ঘরোয়া সিলিন্ডারের দাম ঠিক করে সরকার। কিন্তু ব্যবসায়িক সিলিন্ডারের দাম সরাসরি গ্যাস সংস্থাগুলিই ঠিক করে। তিনি যোগ করেন, এলপিজি সিলিন্ডার বিক্রি করে সরকারি তেল সংস্থাগুলির ব্যাপক লোকসান হয়েছে। সম্প্রতি এই লোকসান পুষিয়ে উঠতে কেন্দ্র তাদের ২২ হাজার কোটি টাকা অর্থ দিয়ে সাহায্য করেছে। পেট্রোলমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সিলিন্ডার রিফিল করতে ২০০ টাকা প্রতি সিলিন্ডার দরে ছাড় দেওয়া হচ্ছে। 

২০২২-২৩ সালে ১২টি সিলিন্ডার রিফিল করতে এই গ্রাহকদের সিলিন্ডাড় পিছু মাত্র ৯০৩ টাকা দিতে হবে। প্রতিবেশী রাষ্ট্রগুলিতে ভারতীয় মুদ্রায় গ্যাসের দাম কত হয়েছে এ দিন তা নিয়েও আলোচনা করেছেন হরদীপ পুরি। তিনি জানিয়েছেন, পাকিস্তানে একটি ১৪.২ ওজনের সিলিন্ডারের দাম ১২৫৯.৬৪ টাকা। অন্যদিকে, একই ওজনের সিলিন্ডার শ্রীলঙ্কায় বিক্রি হচ্ছে ১২৩৫.৫৫ টাকায়। নেপালে এলপিজি সিলিন্ডারের দাম ১১৩৭.৩৩ টাকা। অর্থাৎ ভারত ও নেপালের মধ্যে এলপিজি সিলিন্ডারের দামের ফারাক মাত্র ৩৪ টাকা। 

Subhraroop

সম্পর্কিত খবর