হু হু করে নামতে পারে পেট্রোল-ডিজেলের দাম! রান্নার গ্যাসের পর আশার আলো মন্ত্রীর কথায়

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন ও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার দাম কমিয়েছে রান্নার গ্যাসের। ঘরোয়া সিলিন্ডারে ২০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। উজ্জলা যোজনা ক্ষেত্রে এই মূল্যটা ৪০০ টাকা। তাহলে এরপর কি সস্তা হতে চলেছে পেট্রোল (Petrol), ডিজেল (Diesel)?

পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন পেট্রোল-ডিজেলের দাম যাতে কমানো যায় সেই ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কথায়, “গত বছর ও ২০২১ সালে জ্বালানির উপর শুল্ক কমিয়েছে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলি। এর ফলে অনেকটা কমেছে জ্বালানির দাম।”

আরোও পড়ুন : এক ফোনেই মুশকিল আসান! ‘এক ডাকে অভিষেকে’ কল যেতেই জীবনরক্ষা একরত্তির

তিনি বলেন, “আমি বলব অবিজেপি রাজ্যগুলি যেন বিজেপি শাসিত রাজ্যগুলির পথ অনুসরণ করে।” অর্থাৎ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কথায় পরিষ্কার যে তিনি জ্বালানির দাম কমানোর জন্য রাজ্যগুলোকে নিজস্ব উদ্যোগ নিতে বলছেন। জ্বালানির দাম কমানোর ব্যাপারে এখনও পর্যন্ত বিশেষ কোনো ইঙ্গিত মেলেনি কেন্দ্রের তরফে।

আরোও পড়ুন : ২ লাইনের রায়েই সুশান্তকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করল বিচারক! ফাঁসি হবে শুনেই সুতপার প্রেমিকের যা হল….

আন্তর্জাতিক বাজারে গত বছরগুলিতে কিছুটা হলেও অশোধিত তেলের দাম কমতে শুরু করেছে। এক বছর আগে যেখানে প্রতি ব্যারেল অশোধিত তেল বিক্রি হত ১২০-৩০ ডলারে, সেখানে এখন তার দাম কমে হয়েছে ব্যারেল প্রতি ৭০-৮০ ডলার। ইদানিংকালে ভারতে যে অশোধিত আমদানি করা হচ্ছে তার ৪৫ শতাংশই সস্তায় আসছে রাশিয়া থেকে।

hardeep singh puri

কিন্তু তারপরেও দেশের বাজারে দাম কমেনি পেট্রোল-ডিজেলের। বিশেষজ্ঞদের মত, এখন স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে অশোধিত তেলের দাম। এই স্থিতিশীলতা যদি বজায় থাকে তাহলে আগামী দিনের দাম কমতে পারে জ্বালানির। তবে, পেট্রোপণ্যের মূল্যহ্রাসে যে আমজনতা স্বস্তির নিঃশ্বাস ফেলবে তার বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর