বাংলা হান্ট ডেস্ক: দেশবাসীকে দীপাবলির উপহার কেন্দ্রের। কালীপুজো (Kali Puja) এবং দিওয়ালির (Diwali) আগেই সরাসরি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার। দেশের কোটি কোটি জনসাধারণের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে (PF Account) সুদের টাকা জমা করছে কেন্দ্র।
ইতিমধ্যেই সরকারের তরফে বিবৃতি জারি করা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য পিএফ অ্যাকাউন্টে (Provident Fund) যে সুদ প্রাপ্য সেই টাকা জমা হচ্ছে। ইপিএফও-র (EPFO) তরফে জানানো হয়েছে, ‘সুদ (Interest) জমা করানোর প্রক্রিয়াটি চলছে এবং খুব শীঘ্রই অ্যাকাউন্টে সেটি প্রতিফলিত হবে। ধৈর্য রাখুন।’
এই প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupendar Yadav) জানিয়েছেন, ইতিমধ্যেই ২৪ কোটি পিএফ হোল্ডারদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়েছে।
উল্লেখ্য, স্বাভাবিকভাবেই এই সুদের টাকা জমা পড়ায় দীপাবলির আগে উচ্ছ্বসিত পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা। অর্থ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে প্রতি বছর ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি প্রভিডেন্ট ফান্ডে সুদের হার নির্ধারণ করে। চলতি বছরে জুলাইয়ে সুদের হার ঘোষণা করেছিল ইপিএফও। ২০২২-২৩ অর্থবর্ষে পিএফ অ্যাকাউন্টে সুদের হার ছিল ৮.১৫%।
সুদের টাকা জমা হয়ে গেলে ওই ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে সেটি প্রতিফলিত হবে। কেউ বিভিন্ন উপায়ে সেই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারে। টেক্সট মেসেজ, মিসড কল, উমাঙ্গ অ্যাপ (Umang App) এবং ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যাবে।