নন্দীগ্রামের ভোটে অখুশি মমতা, বললেন ৬৩টা অভিযোগ জমা পড়েছে এবার আমরা আদলতে যাব

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামের বয়ালে ছাপ্পাভোটের অভিযোগের পর ধুন্ধুমার পরস্থিতির সৃষ্টি হয়েছে। বয়ালের ৭ নম্বর বুথের পরিদর্শনে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন বলেন যে, বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ছাপ্পাভোট করাচ্ছে। এখানে যারা গুণ্ডামি করছে, তাঁরা কেউ বাংলা জানে না তিনি জানান, স্থানীয়রা আমার কাছে অভিযোগ করে বলেছেন যে, এখানে অবাধে ছাপ্পা ভোট চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৬৩টা অভিযোগ পেয়েছিল। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভোট দিতে দিচ্ছে না। আমরা আদালতে যাব।

আজ সকালে দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পর থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গোকুলনগর, সোনাচূড়া, বয়াল সহ একাধিক এলাকা থেকে অভিযোগ সামনে আসছিল। শাসক দল তৃণমূল অভিযোগ করে বলে যে, বিজেপির গুণ্ডারা তাঁদের পোলিং এজেন্টকে বুথে বসতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূল অভিযোগ করে বলে যে, কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় বয়ালের বুথে অবাধে ছাপ্পা ভোট দিয়েছে বিজেপি। স্থানীয়রা বয়ালে ছাপ্পা ভোটের অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে করেন। তাঁরা ওই কেন্দ্রে পুননির্বাচনের দাবি জানিয়েছে।

তৃণমূল এবং স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখার জন্য বয়ালের মাস্তু প্রাথমিক বিদ্যালয়ের বুথ পরিদর্শনে যান মমতা। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছান মাত্রই বিজেপি কর্মী-সমর্থকরা ওনাকে দেখে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া শুরু করেন। এরপর পরিস্থিতি আরও উত্তেজক হয়ে ওঠে। তৃণমূল আর বিজেপি কর্মীরা সঙ্ঘাতে জড়িয়ে পড়েন। শুরু হয় ইটবৃষ্টিও। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ এবং র‍্যাফ।

সেই মুহূর্তে বুথের ভিতরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ওনাকে অন্য রাস্তা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর