হাতে, কোলে এক গুচ্ছেক ৫০০ টাকার বান্ডিল ! তৃণমূল নেতার ছেলের কীর্তিতে উত্তাল রাজনীতি

বাংলা হান্ট ডেস্কঃ কোলে সাজানো থরে থরে টাকার বান্ডিল, আর সেই টাকার বান্ডিল হাতে তুলে হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি পোস্ট। পূর্ব বর্ধমানের (East Bardhaman) গলসি ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি (TMC Leader) জাকির হোসেনের ছেলের পোস্ট করা ছবি নিয়ে ধুন্ধুমার সোশ্যাল মিডিয়া। উত্তাল রাজ্য রাজনীতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। যেখানে দেখা যাচ্ছে গলসির প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ছেলে বিছানায় বসে রয়েছে। আর তাঁর কোলে সাজানো গুচ্ছ গুচ্ছ টাকার বান্ডিল। দু’হাতেও রয়েছে ৫০০ টাকার একাধিক বান্ডিল। ভাইরাল হওয়া ছবি নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব পদ্ম শিবির। ” তৃণমূলের সবাই চোর। ” এমনই কটাক্ষ করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব।

এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য জয়দীপ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “এটা তো বাস্তব ঘটনা। এটাই ঠিক। এটাই সত্যি। তৃণমূলের উপরমহল থেকে নীচের মহল পর্যন্ত এটাই চলছে। ওরা কোটি কোটি টাকা তোলাবাজি করে। এটাই চলছে। এরা কোটি কোটি টাকার তোলাবাজি করে। কয়লা চুরি করে, বালি চুরি করে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে নেয়। তৃণমূলের প্রত্যেকটা মানুষই চোর। এরা গোটা রাজ্যকে লুঠ করছে। এদের প্রতিটা নেতা-কর্মীর বাড়িতেই প্রচুর টাকা মিলবে। এই ঘটনা তাই নতুন নয়।”

“এটা এক বছর আগের ছবি। গত বছর আমার ছেলে এই ছবিটা তুলেছিল। একটা পোকল্যান্ড মেশিন কেনার জন্য কিছু টাকা ব্যাঙ্ক থেকে তোলা হয়েছিল। লোন নেওয়া হয়েছিল ব্যাঙ্ক থেকে। ওই টাকাই ব্যাঙ্ক থেকে তুলে বাড়িতে রাখা ছিল। আমার ছোট ছেলে এই ছবি তুলেছিল। কী করে এই ছবি ভাইরাল হল বুঝতে পারছি না। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কাগজপত্র দেখলেই সব বোঝা যাবে।” সাফাই তৃণমূল নেতা জাকির হোসেনের।

money

জাকিরের পাশেই দাঁড়িয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। ঘটনা প্রসঙ্গে তৃণমূল জেলা কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “ছবিটার সত্যতা কতটা আছে এটা দেখতে হবে। বিরোধী রাজনৈতিক দল অনেক ধরনের ছবি বাজারে ছেড়ে দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছবিটা আসল না নকল সেটা আগে দেখতে হবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর