বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যে বর্তমানে বিশ্বের ওপর এক গভীর প্রভাব বিস্তার করছে এবং ভবিষ্যতেও করতে চলেছে তা অস্বীকার্য। ইউক্রেনের ওপর রাশিয়ার বিধ্বংসী আক্রমণের ফলে সে দেশের হাল শোচনীয়। সেখানকার অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং এর ফলে বিশ্বের সকল দেশের ওপর এর প্রভাব যে পড়তে চলেছে তা বলা যায়।
বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধের প্রভাবে তেল সহ একাধিক জিনিসের মূল্য বৃদ্ধি চরমে পৌছাবে। দেখে নেওয়া যাক, এমন কিছু জিনিসের তালিকা যার ওপর মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হতে পারে।
বলে রাখা ভাল রাশিয়া এবং ইউক্রেন এই দুটি দেশ তেলের রপ্তানি করে থাকে এবং ভারতের দিক থেকে দেখতে গেলে সানফ্লাওয়ার অয়েলের প্রায় 70% বাইরে থেকে আমদানি করা হয় এবং এই পরিস্থিতিতে উক্ত তেলের দাম যে অত্যন্ত পরিমাণে বাড়বে তা বলা যায়।
দ্বিতীয়তঃ মূল্যবৃদ্ধি আক্রমণ করতে পারে আমাদের প্রতিদিনের অত্যন্ত প্রয়োজনীয় আনাজ ও সবজির উপর। রাশিয়া এবং ইউক্রেন এই দুটি দেশ বিশ্বে ব্যবহৃত আনাজ এর প্রায় 30 শতাংশ রফতানি করে থাকে। কিন্তু বর্তমানে যুদ্ধের ফলে রপ্তানির পরিবেশ সৃষ্টি না হওয়ায় সেখানে থেকে আনাজ সমূহ অন্যান্য দেশে সরবরাহ হওয়া সম্ভব নয়। ফলে উক্ত জিনিসের দাম চড়চড় করে বাজারে যে বাড়তে পারে তা অনস্বীকার্য।
তৃতীয়তঃ বিভিন্ন রকমের ধাতু এবং স্টিলের দাম। এক্ষেত্রে রাশিয়ার একচ্ছত্র আধিপত্য থাকলেও পশ্চিমের একাধিক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় তাদের ওপর অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। ফলে এই সংকটের মাঝে বিভিন্ন রকমের ধাতু এবং স্টিলের দাম যে আকাশছোঁয়া হবে সেদিকেই মত বিশেষজ্ঞদের।
চতুর্থ চিন্তার যে কারণ তা হল কাঁচা তেল। বলে রাখা ভালো যুদ্ধের পরিস্থিতিতে কাঁচা তেলের দাম অত্যন্ত পরিমাণে বাড়তে চলেছে এবং ভারতের বাজারে এর প্রভাবে পেট্রোল ডিজেল এবং অন্যান্য জিনিসের দাম যে চড়া হবে তা বলা যায়।