হাতা-খুন্তি ছেড়ে এবার এই কাজ করবেন নন্দিনী দিদি! শুনেই অবাক ভক্তরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া মিডিয়া ব্যবহার করেন অথচ কলকাতা (Kolkata) শহরের ডালহৌসি (Dalhousie) খ্যাত ‘পাইস হোটেল’-র নন্দিনী দিদিকে (Nandini Didi) চেনেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। এখন যদিও সময়ের সাথে সাথে অনেকটাই ভাঁটা পড়ে গিয়েছে নন্দিনী দিদির (Nandini Didi) জনপ্রিয়তায়। আর তার জন্য নেটিজেনরা দায়ী করেন তাঁর অহংকার-কেই।

নতুন পেশায় নন্দিনী দিদি (Nandini Didi)

একটা সময় সোশ্যাল মিডিয়া খুললেই ভেসে উঠতো নন্দিনী দিদিকে নিয়ে ফুড ব্লগারদের তৈরী নানান ভ্লগ। তাঁর হোটেলের সামনে সারাক্ষণ লাইন লেগেই থাকতো ফুড ব্লগারদের। তাদের দৌলতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো নন্দিনী দিদির নিজের হাতে রান্না করা থেকে, বাবাকে সাহায্য করা, কিংবা খাবার পরিবেশন করার ভিডিও-ও।

এমনকি দেখা যেত নন্দিনী দিদির হোটেলের খাবারের দাম-ও। এখন যদিও তাঁর ডালহৌসির পাইস হোটেল ছাড়াও আরও একটি হোটেল খুলেছেন তিনি। এসবের মধ্যেই অভিনয় করে ফেলেছেন সিনেমাতেও। তবে এখানেই শেষ নয় এবার অনুরাগীদের জন্য আরও এক নতুন চমক নিয়ে আসছেন পাইস হোটেলের নন্দিনী দিদি।

 আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তুখোড়! এই টুকু বয়সেই সায়েন্স অলিম্পিয়াডে জিতল সোনার পদক

আসলে সম্প্রতি নন্দিনী দিদির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। যা থেকে জানা যাচ্ছে, পাইস হোটেল এবং অভিনয়ের পর এবার তিনি আসছেন তাঁর নতুন কাজ ফুড ব্লগিং নিয়ে। আর একথা নিজের মুখেই জানিয়েছেন ডালহৌসির অফিস পাড়ার নন্দিনী দিদি। তবে এখন দেখার এই নতুন কাজে তিনি কতটা মন জয় করতে পারেন তাঁর অনুরাগীদের।

এই নতুন কাজ প্রসঙ্গে নন্দিনী দিদি বলেছেন, ‘ফুড ব্লগিং আমি না, আরেকজন করছেন। তাঁর প্রপার একটা টিম আছে। একজন বিখ্যাত মানুষ রয়েছেন, তিনিই আমায় এই বিষয়টায় ইনভাইট করেছেন। বলেছেন করো এটা। উনি আমায় প্রোপোজ করেছেন। এই সরি, সরি, এখানটা বাদ দাও। নইলে আবার… উনি আমায় প্রপোজাল দিয়েছিলেন, আর প্রপোজালটা এতটাই সুন্দর যে আমি সেটাকে শোনার পর না করতে পারিনি।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X