মানুষের সাথে সাথেই পশু পাখিরা যেন সামাজিক দূরত্ব পালন করছে। করোনা ভাইরাস প্রতিরোধ করার ক্ষেত্রে এরকমই একটি ছবি সামনে এসেছে। নতুনভাবে ভাইরাসটির আরও বিস্তার বন্ধ করতে সামাজিকভাবে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে কতগুলো ময়ূর। শনিবার ৩০ এপ্রিল পর্যন্ত তালাবন্ধক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। আর এর মধ্যেই ভারতের অবস্থা খারাপ।
Learn social distancing amid lockdown from our national birds. Peacock edition. A click from Govt. School, Roon (Nagaur). Via @SocialChartered pic.twitter.com/YTrJQriOmg
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 10, 2020
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস (আইএফএস) অফিসার পারভীন কাসওয়ান টুইটারে শেয়ার করেছে একদল ময়ুরের অবিশ্বাস্য ছবি । রাজস্থানের নাগৌড়ের রুনের একটি সরকারী বিদ্যালয়ের ভিতরে বসে আছে কতগুলো ময়ূর, কিন্তু তাদের দূরত্ব বুঝিয়ে দিয়েছে তারা সামাজিক দূরত্ব সম্পর্কে অবগত।ময়ূররা সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনের মাঝে একটি সরকারী বিদ্যালয়ে বসে আছে এই দেখে অবাক সবাই।
শেয়ার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ছবিটি তাত্ক্ষণিকভাবে টুইটারে সবার পছন্দ হয় । একজন ব্যবহারকারী লিখেছেন, “এই সুন্দর ক্লিকের সঠিক সময়!” আবার কেউই লিখেছেন “চিত্রটির দুর্দান্ত ব্যাখ্যা,” ।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।
প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ভারত এবং অন্য দেশের মধ্যেই ছড়ায়।আর সবাই এখন প্রাণে বাঁচতে ঘর বন্দী।