বিয়ের ছবির পর এবার ভাইরাল হলো ঐশ্বর্য রাই বচ্চনের সাধের ছবি

বাংলা হান্ট ডেস্ক: ভাইরাল হল ঐশ্বর্য রাই বচ্চনের সাধের ছবি। যেখানে সবুজ রঙের একটি শাড়িতে দেখা যাচ্ছে রাই সুন্দরীকে। ঐশ্বর্য রাই বচ্চনের ওই ছবিতে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিষেক বচ্চনকে। ঐশ্বর্য এবং অভিষেকের পাশাপাশি ওই ছবিতে দেখা যায় রাইয়ের মা বৃন্দা রাইকেও।

দেখুন সেই ছবি….

https://www.instagram.com/p/B2I98URB3D3/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি অভিষেক-ঐশ্বর্যের বিয়ের বেশ কয়েকটি পুরনো ছবি ভাইরাল হয়। ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় ওই ছবি। যেখানে অভি-অ্যাশের বিয়ের দিন বচ্চন পরিবারের প্রায় সবাইকেই আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সাজতে দেখা যায়। বলিউডের ওই সেলিব্রিটি ডিজাইনারের ট্যুইটার হ্যান্ডেল থেকে ওই ছবি শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। ওই ছবি প্রকাশের কয়েক মাসের মধ্যে এবার সামনে এল ঐশ্বর্য রাই বচ্চনের সাধের ছবি।

সম্পর্কিত খবর