ফের আইনি জালে ‘দ্য বেঙ্গল ফাইলস’, রাজ্যে ছবি মুক্তির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দুদিন আগেই রাজ্যে প্রথমবার হলে প্রদর্শিত হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। ছবিটি এ রাজ্যে কোনও হল না পাওয়ায় শেষমেষ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। এবার বাংলার সব হলেই দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) প্রদর্শনের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছেন সায়ন কংসবণিক নামে নদিয়ার এক ব্যক্তি। খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে হাইকোর্টে।

দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

মঙ্গলবার দ্য বেঙ্গল ফাইলস মুক্তি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই ব্যক্তি। তাঁর যুক্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কোনও ছবি (The Bengal Files) প্রদর্শনী থেকে আটকানো মানে মানুষের মৌলিক অধিকার খর্ব করা। মামলায় জানানো হয়েছে, এই ছবির মুক্তিতে আপত্তির অর্থ হল শিল্পের পথে বাধা সৃষ্টি করা। পাশাপাশি রাজ্যের মানুষকে পছন্দের সিনেমা দেখতে বাধা দেওয়া মানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা।

PIL filed about the bengal files movie

কী যুক্তি মামলাকারীর: দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এই ছবির মুক্তিতে বাধা দেওয়ার অর্থ আইন লঙ্ঘন। বাংলা ছাড়া সর্বত্রই মুক্তি পেয়েছে এই ছবি। জানা যাচ্ছে, আবেদনকারীর হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায় এবং নিকুঞ্জ বার্লিয়া। জানা যাচ্ছে, শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন : ভরা মরশুমেও দেখা নেই ইলিশের, দাম দেখে চক্ষু চড়কগাছ, অনাহারে দিন কাটছে জেলেদের

আগেও আইনি জটিলতা হয়েছে: কিছুদিন আগেও এই ছবি সংক্রান্ত মামলা উঠেছিল হাইকোর্টে। মামলাকারীর মূলত অভিযোগ ছিল, দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) ছবিতে গোপাল পাঁঠার চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে তাতে ধোঁয়াশা রয়ে গিয়েছে। তাই তথ্যের অধিকার আইনের আওতায় জানতে চাওয়া হয়েছিল, এই তথ্য নির্মাতারা কোথা থেকে পেয়েছেন। কিন্তু কোনও উত্তর মেলেনি বলেই খবর।

আরও পড়ুন : পুজো মণ্ডপে হামলার পরেই তড়িঘড়ি ঢাকেশ্বরী মন্দিরে হাজির ইউনূস! ধামাচাপা দেওয়ার চেষ্টা?

মামলাকারীদের আরও অভিযোগ ছিল, ছবি (The Bengal Files) থেকে দুটি অংশ বাদ দেওয়াও প্রয়োজন। এমন দাবি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল গোপাল পাঁঠার পরিবার। কিন্তু হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, এই ধরণের আবেদন আদালতের আওতায় পড়ে না। মামলাকারীরা যদি চান তবে সংশ্লিষ্ট ফোরামে আবেদন করতে পারেন বলে জানান তিনি।