এক বছর পর ফের নবান্ন অভিযান, ‘অভয়া’র বাবা মায়ের কর্মসূচি আটকাতে জোড়া জনস্বার্থ মামলা হাইকোর্টে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এক বছর পূর্ণ হতে চলেছে আরজিকর ধর্ষণ খুনের ঘটনার। আগামী ৯ ই অগাস্ট আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে তাঁরাও ওইদিন অভিযানে থাকবেন বলে জানিয়েছেন। এই অভিযান ঠেকাতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ হল মামলা। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

নবান্ন অভিযান আটকাতে জনস্বার্থ মামলা হাইকোর্টে (Calcutta High Court)

নবান্ন অভিযান হলে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে, এমনই দাবি করে ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন হাওড়ার এক বাসিন্দা। এর আগেও এ নিয়ে মামলা দায়ের করেছেন ব্যবসায়ীরা। কী অভিযোগ তাঁদের?

PIL filed again in Calcutta high Court for nabanna protest

কী অভিযোগ মামলাকারীদের: মামলাকারীদের বক্তব্য, নবান্ন অভিযান হলে যারা রাস্তায় বেরোন তাদের সবক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। অফিসযাত্রীদের পাশাপাশি ভোগান্তির মধ্যে পড়তে হয় স্কুলফেরত পড়ুয়াদেরও। সেই অভিযোগেই প্রথমে হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চে একটি মামলা দায়ের করা হয়। গত বুধবার সেই মামলার শুনানি হয়েছে। তারপর ফের ডিভিশন বেঞ্চে আরও একটি জনস্বার্থ মামলা (Calcutta High Court) দায়ের হল। এই মামলাটির শুনানি আগামী বৃহস্পতিবার হবে।

আরও পড়ুন : চাহিদা মেটাতে হিমশিম খাওয়ার জোগাড়, সরকারের চোখে ধুলো দিয়েই চলছে দেদারে ‘খোকা ইলিশ’ ধরপাকড়

আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান: আরজিকর কাণ্ডের বর্ষপূর্তি হতে চলেছে ৯ ই অগাস্ট। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর আবেদনে সাড়া দিয়ে অভিযানে থাকার কথা জানিয়েছেন তিলোত্তমার বাবা মা-ও।

আরও পড়ুন : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ মিছিল, ঝাড়গ্রামে আজ ঠাসা কর্মসূচি মমতার

পাশাপাশি এক বছর আগের স্মৃতি উসকে দিয়ে ১৪ ই অগাস্ট রাতে ‘রাত দখল’ কর্মসূচিরও ডাক দেন অভয়ার মা। তাঁরা বলেন, মেয়ের বিচারের দাবিতে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে হাঁটতে হয় তাতেও রাজি তাঁরা। নবান্ন অভিযানে দলীয় পতাকা ছাড়াই বিজেপির নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানিয়েছিলেন শুভেন্দু। তবে ওই মিছিলে রাজনৈতিক নেতারা থাকবেন বলে নবান্ন অভিযানে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।