নিষিদ্ধ করতে হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা! মন্দিরে মূর্তি আগমনের দিনে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বাংলাহান্ট ডেস্ক : আগামী সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম লালার। আজ রাম লালার মূর্তি প্রথমবারের জন্য প্রবেশ করবে নবনির্মিত অযোধ্যা মন্দিরে। আজকের দিনেই এলাহাবাদ হাইকোর্টে রাম লালার প্রতিষ্ঠা অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে হল জনস্বার্থ মামলা। এই মামলার পিটিশন দাখিল করেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ভোলা দাস নামে এক ব্যক্তি।

জলযাত্রা, তীর্থ পুজো, ব্রাহ্মণ-বটুক-কুমারী-সুভাষিনী পুজো, বর্ধিনী পুজো, কলসযাত্রা এবং মন্দিরে রামমূর্তির প্রদক্ষিণের দিন আজ। তার আগেই এলাহাবাদ হাইকোর্টে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান বাতিলের দাবি ঘিরে হইচই পড়ে গেছে চারদিকে। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে এর আগে আপত্তি জানিয়েছেন দেশের চার শংকরাচার্য।

আরোও পড়ুন : শূন্য কোষাগার পূরণ করতেই ব্যবহৃত হচ্ছে গঙ্গাসাগর! বড়সড় তথ্য ফাঁস করে মমতাকে তোপ শুভেন্দুর

তাঁরা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান বয়কট করেছেন। ভোলা দাস এই ঘটনাকে উদাহরণ হিসেবে বেছে নিয়ে জনস্বার্থ মামলা করেছেন এলাহাবাদ হাইকোর্টে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, অযোধ্যায় একটি ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২২শে জানুয়ারি। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান রয়েছে নির্মীয়মান মন্দিরে। 

আরোও পড়ুন : জ্যোতি বসুর নামাঙ্কিত কর্মসূচিতে আসছেন না দেশের একমাত্র বাম মুখ্যমন্ত্রী! মুখ ফেরালেন নীতিশও

এই প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে এই প্রাণ প্রতিষ্ঠায় আপত্তি রয়েছে শংকরাচার্যের। কোনও ধার্মিক অনুষ্ঠান হয় না পৌষ মাসে। মন্দিরের কাজ এখনো সম্পন্ন হয়নি। অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। পক্ষে-বিপক্ষে উঠে এসেছে নানান মত।

Allahabad High Court

এছাড়াও জনৈক ভোলা দাসের বক্তব্য, সনাতন ধর্ম বিরোধী এই প্রাণ প্রতিষ্ঠা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছে রাম মন্দিরে। রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই প্রেক্ষিতে যদিও বলেছেন, এখানে কোনও রাজনীতি নেই, উল্টে ধর্মনীতি রয়েছে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর