কলকাতা থেকে অযোধ্যা যাওয়া আরও সহজ, শুরু হল বিমান পরিষেবা! ভাড়া মাত্র এত টাকা

বাংলা হান্ট ডেস্ক : ২২ তারিখ রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের জন্য সারা ভারতের তীর্থযাত্রীরা এবং ভক্তরা পৌঁছবে অযোধ্যায় (Ayodhya)। এর মধ্যে অনেকেই মাথা ঘামাচ্ছেন কীভাবে পৌঁছবেন সেদিন? আপনিও কি যেতে চান অযোধ্যা? রামের প্রাণপ্রতিষ্ঠার দর্শন কি আপনিও পেতে চান? তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য।

আজ থেকে শুরু হল কলকাতা (Kolkata) থেকে অযোধ্যা পর্যন্ত বিমান পরিষেবা। বুধবার বেলা ১২:৪৫ মিনিটে যাত্রীদের নিয়ে বিমান কলকাতা থেকে রওনা দেবে অযোধ্যা উদ্দেশ্যে। বিমানটি অযোধ্যায় পৌঁছবে ২:৩০ মিনিটে। এই বিমানে যেতে আপনাদের খরচ পড়বে প্রায় ৬,৬১৯ টাকার  মতো। তবে প্রথম দিন দেরিতে ছাড়ছে এই বিমান বলে জানা গিয়েছে।

শুধু বিমানবন্দরই নয়, ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য দেশের বিভিন্ন জায়গার তীর্থযাত্রা যাতে ভালোভাবে সেখানে পৌঁছাতে পারে, তার জন্য ট্রেন (Train) পরিষেবার ব্যবস্থাও চালু করা হয়েছে। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এবারে সরাসরি কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত নয়া বিমান পরিষেবা চালু করা হল।

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে আর মাত্র পাঁচ দিন বাকি। পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় যাওয়ার জন্য মাত্র দুটি ট্রেন ছিল একটি হল দুন এক্সপ্রেস (Dun Express) এবং অন্যটি হলো জম্মু-তাওয়াই এক্সপ্রেস (Jammu Tawi Express)। তাতে সময় লাগতো প্রায় দেড় দিন। কিন্তু এখন বিমান পরিষেবা চালু হওয়ার ফলে মানুষ দেড় ঘন্টায় পৌঁছে যাবে অযোধ্যা।

k to a

বিমান সংস্থাগুলি সূত্রে জানাগিয়েছে, শুরুতেই এই রুটে টিকিটের চাহিদা দেখে নেওয়ার পর, পরবর্তী সময়ের জন্য কলকাতা থেকে অযোধ্যা রুটের বিমানের সংখ্যা বাড়ানোর হতে পারে। এর আগে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo) ১৩ই ডিসেম্বর অযোধ্যা থেকে দিল্লি বিমান পরিষেবা চালু করেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) গোষ্ঠী ও দিল্লী ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা চালু করেছে। এবার কলকাতা থেকেও অযোধ্যায় উড়ে যাবে বিমান।

সম্পর্কিত খবর